,

আওয়ামীলীগ ক্ষমতায় বলেই এতো উন্নয়ন -জয়

সময় ডেস্ক :: স্বাধীনতার পক্ষের দল আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশে এতো উন্নয়ন হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সমাজ পরিবর্তনে বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য দেশের নানা প্রান্তের তরুণদের ৩০টি সংগঠনের হাতে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) তরুণদের পত্যাটফর্ম ‘ইয়াং বাংলার’ আয়োজনে রোববার বিকেলে সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে এই পুরস্কার প্রদান করা হয়। সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আজ বাংলাদেশ ডিজিটাল এক্সপার্ট। আজ বাংলাদেশ বিশ্বে উন্নয়নের জন্য উদাহরণ। একের পর এক উন্নয়নের জন্য স্বীকৃতি পাচ্ছি আমরা। বাংলাদেশ এখন উন্নয়নের দেশ।’ তিনি বলেন, ‘বাংলাদেশ শুধু  একটি কারণে এই অবস্থায় এসেছে, সেটি হলো স্বাধীনতার দল আওয়ামী লীগ ক্ষমতায় আছে। দেশ প্রেম আর দেশের জন্য আদর্শ না থাকলে এগুলো কোনও দিনই সম্ভব না।’ প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ১০ বছর আগে আমরা কোথায় ছিলাম। তখন কি এত আত্মবিশ্বাস ছিল; ছিল না। আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে বলা হতো- বাংলাদেশে শুধু সমস্যা। নিজেদের প্রতি বিশ্বাস আত্মমর্যাদা নিজেদেরই ছিল না। সেখান থেকে আজ কোথায় এসেছি! নিজেদের উদ্যোগে আজ কোথায় চলে এসেছি আমরা। জয় বলেন, বাংলাদেশকে ডিজিটাল করেছি আমরা বিশ্বব্যাংক থেকে এনে করিনি। এখন বাংলাদেশ পরিচিত আইটি এক্সপার্ট হিসেবে। বাংলাদেশ এখন অন্যান্য দেশকে ডিজিটাল করতে সহযোগিতা করছে। আমরা বিভিন্ন দেশকে সাহায্য করছি। আমরাই এখন আইটিতে বিশ্বে এক্সপার্ট হয়ে যাচ্ছি। তিনি বলেন, আত্মবিশ্বাস ধরে রাখবেন। আমরাই পারি। আমাদের মাঝে আত্মবিশ্বাস সব সময়ই ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে বাংলাদেশ এখন এই পর্যায়ে পৌঁছাতো না। কেনওমতেই সম্ভব হতো না। জয় বলেন, আগের সরকার বিএনপির আমলে পরিচতি ছিল সন্ত্রাসী হিসেবে। আমাদের বলা হতো আরেকটি পাকিস্তান। এই যে উন্নয়ন-আত্মবিশ্বাস এগুলো এমনি এমনি আসেনি। ৭৫’ এর পর এত বছর পিছিয়ে কেন ছিল! কারণ সেই আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস অন্য কোনও দেলর নাই। নামের আগে জাতীয়তাবাদী দিলেই জাতীয়তাবাদী হয় না। আওয়ামী লীগ; আমরা কাজ দিয়ে দেখিয়ে দিয়েছি। তিনি বলেন, আমাদের বিশ্বাস; আমাদের দেশের প্রতি স্বপ্নের অভাব নেই। শুধুমাত্র মধ্যম অয়ের দেশ নয়; বাংলাদেশকে নিয়ে অনেক বড় উন্নয়শীল দেশের স্বপ্ন দেখি। যেখানে প্রতিটি মানুষ ধনী থাকবে;  যে দেশ হবে সম্পূর্ণ ডিজিটাল। জয় বলেন, সকল মানুষ বিশ্বে মাথা উচু করে বেড়াতে পারবে এটাই আমাদের স্বপ্ন। এখন আমরা স্বপ্ন দেখছি ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হবে। তিনি বলেন, যদি নৌকায় ভোট দেন তবে ২০৪১ সালের আগেই উন্নয়নশীল দেশ হবে। আগামী দুই মাসে একটিই কাজ; নৌকায় ভোট দেবেন। নৌকা যতদিন থাকবে; বাংলাদেশ দ্রæত এগোতে থাকবে। যতদিন ক্ষমতা আছে আমরা পরিশ্রম করতে থাকব। সামনে উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে জয় বলেন, আমরা কি উন্নয়নশীল বাংলাদেশ চাই নাকি অতীতে ফিরে যেতে চাই! এই পছন্দ আপনাদের হাতে। আমার বিশ্বাস আপনারা আর পেছনে তাকাবেন না। এর জন্য প্রয়োজন নৌকায় ভোট।


     এই বিভাগের আরো খবর