,

আতাউর রাহমান সেলিমের মুক্তি দাবিতে জেলা যুবলীগের মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি :: বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় কারাবন্দি যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের নিঃশ্বর্ত মুক্তি দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১১টায় হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা যুবলীগের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ সর্বস্তরের নানা শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন- জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম। জেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- সহ সভাপতি শওকত আকবর সোহেল, গৌতম কুমার রায়, আব্দুর রউফ মাসুক, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান হিরাজ, তাজ উদ্দিন আহমেদ তাজ, ডাঃ ইসতিয়াক রাজ চৌধুরী, পৌর যুবলীগের  সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব রনি প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন- জেলা যুবলীগের সহ সভাপতি শাহ মোঃ আরজু, হাজী সামছু, ইঞ্জিনিয়ার ওয়াহিদুজ্জামান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান শামীম, মোতাহের হোসেন রিজু, সাংগঠনিক সম্পাদক শেখ উম্মেদ আলী শামীম, প্রচার সম্পাদক এমএ হাকীম, মোঃ আলমগীর মিয়া, নুর হোসেন, শাহীন তালুকদার, মোঃ আলম মিয়া, রুহুল আমিন সিজিল, মঈন উদ্দিন চৌধুরী সুমন, মোঃ বদরুল আলম, সবুজ আহমেদ, এডভোকেট সুবল গোপ, আমীর হোসেন, শাহরিয়ার সুমন, শাহ গোল আহমেদ কাজল, শাহ বাহার, ইমতিয়াজ জাহান শাওন, জুয়েলুর রহমান, মোঃ জাহির মিয়া, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন খান, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন খান, আবুল কাশেম রুবেলসহ আরোও জেলা এবং পৌর যুবলীগের অসংখ্যা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, আতাউর রহমান সেলিমের নেতৃত্বে হবিগঞ্জের প্রত্যন্ত অঞ্চলসহ পুরো জেলায় আওয়ামী যুবলীগ আজ সংগঠিত। তিনি আওয়ামী লীগের একজন ত্যাগী নেতা। জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার স্বার্থে হবিগঞ্জের যুব সমাজকে সুসংগঠিত করতে আতাউর রহমান সেলিমের বিকল্প নেই। তারা আরো বলেন, মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলায় জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম কারাবন্দী রয়েছেন। তাকে মুক্ত করতে আইনী লড়াই চলছে। অবিলম্বেই তিনি মুক্তিলাভ করবেন বলে আশাবাদী যুবলীগ নেতৃবৃন্দ। এছাড়াও মিথ্যা এই মামলা থেকে তাকে অব্যাহতি না দিলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।


     এই বিভাগের আরো খবর