,

জগন্নাথপুরে যাত্রীদের ভোগান্তি চরমেজ, ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘট চলছে

গন্নাথপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের জগন্নাথপুরে সারাদেশের ন্যায় চলছে ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘট। প্রতিদিনের মতো সকাল হলে শহরের পৌর পয়েন্টে ভিড় জমে নানা শ্রেণী পেশার উৎসুক জনতার। যাত্রীগামী সিএনজি ও টমটম যেনো সকলের কাছে প্রিয় স্বল্প ভাড়ায় যাতায়াত নিরাপদ যাত্রা সবকিছু মিলিয়ে শহরের লোকজনের কাছে যে যানবাহন অতি আপনজনের মতো সেবা দিয়ে যায় যাত্রীদের সেই টমটম গুলো যেনো গতকাল রবিবার সকাল থেকে চোখে পড়ছে না কারো! শহর যেনো ফাঁকা! যাত্রীদের ভিড় কম যেনো সমস্ত শহরের চারিদিকে নিরবতা বইছে। গাড়ী না থাকায় যাত্রীগন পায়ে হেটে কষ্ট করে যাতায়াত করেন। ধর্মঘটের প্রথম দিন সকাল থেকেই উপজেলার কোনো ধরনের গণপরিবহন না চলায় চরম ভোগান্তিতে পড়েন উপজেলাবাসী। গাড়ি না পেয়ে পায়ে হেঁটেই অনেকে গন্তব্যস্থলে রওনা হয়েছেন। রিকশাচালকরাও দ্বিগুণ ভাড়া নিচ্ছেন। গাড়ি চালকদের কোথায় কোনো ডাক আসে না উপজেলাল বিভিন্ন রোডে বাস স্ট্যান্ড, কিংবা কলেজ গেইট, পৌরশহরের বিভিন্ন জায়গায় যাবেন নি? এদিকে নিত্যদিনের মতো শহরে বৃষ্টি সকালে দায়িত্ব পালন করতে শহরের অলিগলিতে পুলিশ সদস্যরা নিয়োজিত রয়েছেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত। বেলা ১টায় সড়ক পরিবহন আইন-২০১৮ এর শ্রমিক স্বার্থবিরোধী ধারাসমূহ সংশোধনীর লক্ষে ৪৮ ঘন্টা কর্মবিরতি পালন করে এক প্রতিবাদ সভায় আয়োজন করে জগন্নাথপুর উপজেলা সর্বস্থরের মালিক ও শ্রমিক বৃন্দ। প্রতিবাদ সভায় পৌর পয়েন্ট এর সিএনজি স্ট্যান্ড শ্রমিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম খেজুরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নুর আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন লাইট্রেস সমিতির মো. মঈন উদ্দিন, সাধারন সম্পাদক মো. রফু মিয়া, শিবগঞ্জ স্ট্যান্ড এর শ্রমিক সমিতির সভাপতি মো. ফয়জুল মিয়া, সাধারন সম্পাদক মো. শফিক মিয়া, লেগুনা মিনিবাস পশ্চিম পাড়ের সভাপতি আহাদ আলী ভুঁইয়া, সাধারন সম্পাদক মো.ইকবাল হোসেন প্রমুখ। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সিএনজি মালিক সমিতির সভাপতি মো. রুহেল আহমদ, সাধারন সম্পাদক মো. জুবেল আহমদ, কমিটির সদস্য সুজন আহমদ সহ উপজেলার সর্বস্থরের মালিক ও শ্রমিক বৃন্দ। এব্যাপারে জগন্নাথপুর সিএনজি মালিক সমিতির সভাপতি রুহেল আহমদ বলেন, আমরা ৮ দফা দাবি আদায়ে সারাদেশে ৪৮ ঘন্টার ধর্মঘট ডেকেছি দাবি না মানা হলে আমরা মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ বসে মিটিং করে পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী কর্মসূচির ডাক দিবো।


     এই বিভাগের আরো খবর