,

শিক্ষক ত্রিদিব জ্যোতি পালের মৃত্যুতে চুনারুঘাটে মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে শোক সভা ও আর্থিক অনুদান

চুনারুঘাট প্রতিনিধি :: চুনারুঘাটে দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ত্রিদিব জ্যোতি পাল (বাবু স্যার) এর সড়ক দূর্ঘটনায় মৃত্যুতে চুনারুঘাট মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে শোক সভা ও শিক্ষকের পরিবারের নিকট নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার বিকাল ৩টার দিকে বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটোরিয়ামে চুনারুঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শ্রীকুটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আউয়াল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নালমুখ সাবিহা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আব্দুছ ছামাদ আজাদ এর সঞ্চালনায় শিক্ষক ত্রিদিব জ্যোতি পালের শোক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চুনারুঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামছুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডিসিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল মতিন। সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন- মাসুদ চৌধুরী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্য ফজলুর রহমান তরফদার (আবিদ), চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র চন্দ্র দেব, ডিসিপি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তৈয়বা খাতুন, আলহাজ্ব মোজাফফর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, অগ্রণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পংকজ নাহা, গাজীনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা শহীদ, ডিসিপি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এমদাদুল হক চৌধুরী, সাইফুর রহমান, বশির আহম্মদ, চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক বিদ্যুৎ রঞ্জন পাল, চুনারুঘাট উপজেলা পোষ্ট মাষ্টার মিজানুর রহমান, ব্যবসায়ী আমিনুল ইসলাম সুজন, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক মিয়া সহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ। সভায় শিক্ষক ত্রিদিব জ্যোতি পালের স্ত্রী স্বপনা রানী পালের নিকট নগদ ২১ হাজার টাকা তুলে দেন মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। সভায় অতিথিবৃন্দরা শিক্ষক ত্রিদিব জ্যোতি পালের পরিবারের ভরণ-পোষণের জন্য তার ছেলে দেবদুত পালের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য দাবি জানানো হয়।


     এই বিভাগের আরো খবর