,

হবিগঞ্জ পৌর এলাকার ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

প্রেস বিজ্ঞপ্তি :: হবিগঞ্জ পৌর এলাকার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার বিকালে পরিচালিত এ অভিযানে মেয়াদউত্তীর্ণ ঔষুধ ও কৃষি পণ্য বিক্রির অপরাধে পোদ্দার বাড়ি এলাকার কৃষি বীজঘরকে ১ হাজার টাকা ও চৌধুরী বাজারের চাষী মিতাকে ১ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়। একই দিনে অস্বাস্থ্যকর পরিবেশ ও ঢাকনাবিহীন খাবার বিক্রির অপরাধে সিরাজ হোটেলকে ২ হাজার ও নিউ মিতু হোটেলকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও শায়েস্তানগর বাজারে মূল্য তালিকা না থাকায় শেখ পোল্ট্রি দোকানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ২৫টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন চৌধুরী বাজার ফাঁড়ি পুলিশের একটি টিম। অভিযান চলাকালে অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।


     এই বিভাগের আরো খবর