,

চুনারুঘাটে নিরাপত্তা চেয়ে বৃদ্ধা প্রতিবন্ধীর আদালতে মামলা

চুনারুঘাট প্রতিনিধি :: চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ছনখলা গ্রামের মৃত ইব্রাহিম মিয়ার পুত্র বৃদ্ধা মোঃ আবু তাহের (৬০) এর পরিবারের লোকজনকে হুমকি-ধামকি সহ মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছে এলাকার একটি প্রভাবশালী মহল। এ বিষয়ে এলাকার নিরীহ কৃষক বৃদ্ধা আবু তাহের তার পরিবারের লোকজনদের নিরাপত্তা চেয়ে বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালত-১, হবিগঞ্জ এ উপজেলার গাজীপুর ইউনিয়নের ছনখলা একই গ্রামের মৃত আঃ আলীর পুত্র হযরত আলী, মকবুল মিয়া, আলম মিযা, ইছুব আলী, পারুল আক্তার সহ ০৬ জনকে আসামী করে ফৌঃ কাঃ বিঃ আইনের ১০৭ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলার বিবরণে জানা যায়, দীর্ঘদিন যাবত ধরে ওই এলাকার হযরত আলী ও পারুল গংরা বিভিন্নভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানী ও হুমকি-ধামকি দিযে আসছে আবু তাহেরের পরিবারকে। মামলা দায়েরের পর থেকে এলাকার নিরীহ আবু তাহের নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তার পুত্রদেরকে বিভিন্ন মাদক মামলায় জড়িয়ে জেল হাজতে রাখবে বলে হাটে বাজারে হুমকি দিচ্ছে হযরত আলী গংরা। আসামীদের ভয়ে নিরীহ প্রতিবন্ধী আবু তাহের প্রাণের ভয়ে জারুলিয়া বাজারে থাকা তার টং দোকানেও আসা-যাওয়া করতে পারেন না এবং আসামীদের ভয়ে বাড়ি হতে বের হতে পারেন না। উক্ত ঘটনায় সুবিচার পাওয়ার জন্য নিরীহ প্রতিবন্ধী বৃদ্ধা আবু তাহের প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।


     এই বিভাগের আরো খবর