,

নবীগঞ্জের বাগাউড়া হাই স্কুলে এসএসসির ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

অনেক অভিভাবক সুদে টাকা এনে দিচ্ছেন পরীক্ষার ফি

জুয়েল চৌধুরী :: নবীগঞ্জ উপজেলার ২নং পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের বাগাউড়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে। এ নিয়ে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবক মহলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেক অভিভাবক সুদে টাকা এনে পরীক্ষার ফি দিয়েছেন। এছাড়াও শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন খাত দেখিয়ে নানা পন্থায় চাঁদা আদায় করা হয়। চলতি বছরের ১৪ অক্টোবর সিলেট শিা বোর্ডের এক নির্দেশনায় অতিরিক্ত ফি আদায় না করার জন্য বলা হলেও সে নির্দেশনা মানছে না বাঘাউরা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছে, বাগাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ পেয়ার আলী মনগড়াভাবে শিক্ষার্থীদের উপর অতিরিক্ত ফি চাপিয়ে দিচ্ছেন। এ ফি দিতে গিয়ে দরিদ্র পরিবারে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা চরম দুর্ভোগে পড়ছেন। টাকার অভাবে অনেকে ফরম পূরণ করতে পারছেনা। আবার অনেকে ধনী ব্যক্তিদের কাছ থেকে চড়া সুদে ঋণ এনে ছেলে মেয়েদের ফরম পূরণ করতে বাধ্য হচ্ছেন। বাঘাউরা উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ও তাদের অভিভাবক জানান, ২৮ সেপ্টেম্বর দশম শ্রেণির নির্বাচনী পরীার ফল প্রকাশের দিন স্কুল থেকে ৬ নভেম্বর ফরম পূরণের শেষ দিন বলে জানানো হয়। এ সময় সবাইকে বিভাগ বেদে নির্দিষ্ট টাকা নিয়ে ফরম পূরণের কথা বলা হয়।  সরকারী নিয়ম অনুযায়ী ভ্যাটসহ ১৭২৫ টাকা হলেও স্কুল কর্তৃপক্ষ ৩৫২৫ টাকা নিচ্ছে। এতে বিপাকে পড়েন শিক্ষার্থী ও অনেক অভিভাবক। হুট করে এভাবে টাকার জোগাড় করা অনেকের জন্য কষ্টসাধ্য হয়ে পড়েছে। এতে করে ফরম পূরণে ভুল হওয়ার শঙ্কাও রয়েছে। অথচ সরকার এসএসসির ফরম পূরণে ফি নির্দিষ্ট করে দিয়ে দিলেও তার কোন তোয়াক্কাই করছে না স্কুল কর্তৃপক্ষ। অথচ ওই প্রতিষ্ঠানটি সরকার নির্ধারিত ফির চেয়ে বেশি টাকা নিচ্ছে। এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্য বলেন- স্কুলের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ মিলে অতিরিক্ত ফি আদায়ের এই সিদ্ধান্ত নিয়েছে। এতে করে স্কুলের দরিদ্র শিক্ষার্থীদের পরিবারকে বিপাকে পড়তে হয়েছে। এ ব্যাপারে প্রধান শিক্ষক মোঃ পেয়ার আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক ফি নেয়া হচ্ছে।


     এই বিভাগের আরো খবর