,

নবীগঞ্জে নমুনা শস্য কর্তন ও নবান্ন উৎসব উদযাপন

স্টাফ রিপোর্টার :: নবীগঞ্জের চৌশতপুর গ্রামে রোপা আমন ধানের নমুনা শস্য কর্তন ও নবান্ন উৎসব ২০১৮ উদযাপন করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে ওই গ্রামের অগ্রসরমান কৃষক মো. আজহারুল ইসলামের বাড়িতে রোপা আমন ধানের নমুনা শস্য কর্তন শেষে উপস্থিত প্রায় দুই শতাধিক কৃষক-কৃষাণি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হবিগঞ্জের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আলী। এসময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গনি ওসমানী,  হবিগঞ্জ জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মো. তমিজ উদ্দিন খান, অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মো. জালাল উদ্দিন, নবীগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ এ, কে, এম, মাকসুদুল আলম ও নবীগঞ্জ ইউনিয়নে কর্মরত এসএএও মো. মাহবুব আলম।


     এই বিভাগের আরো খবর