,

নবীগঞ্জে পাঠশালা ফ্রি কোচিং প্রোগ্রাম এর সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন

স্টাফ রিপোর্টার :: নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন “জয় বাংলা ইয়ুত অ্যাওয়ার্ড” প্রাপ্ত রিলেশন টু পিপল সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত “পাঠশালা ফ্রি কোচিং প্রোগ্রাম এর সমাপনী পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও “জয় বাংলা ইয়ুত অ্যাওয়ার্ড” জয়ের গল্প সম্পর্কিত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল শুক্রবার বিকালে নবীগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উৎসাহ উদ্দিপনা আনন্দঘন পরিবেশ ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে চিত্রাংকন, মেধাবী শিক্ষার্থী ও পাঠশালা উৎসব থেকে পঞ্চম, অষ্টম, নবম ও দশম শ্রেণী থেকে প্রায় ১৬ জন কৃতি ছাত্র-ছাত্রীদের পুরস্কার দেওয়া হয়েছে। এছাড়াও পাঠশালা ফ্রি কোচিং সেন্টার এর প্রায় ১শত ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরন ব্যাগ, কলম, পেন্সিল, রাবার ও স্কেল বিতরণ করা হয়েছে। জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রাপ্ত রিলেশন টু পিপল সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ইমতিয়াজ মোঃ পাপন এর সভাপতিত্বে উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাদেক হোসেন, নবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আলী হাছান লিটন, সাংবাদিক সুমন আলী খাঁন। এতে বক্তব্য রাখেন “জয় বাংলা ইয়ুত অ্যাওয়ার্ড” প্রাপ্ত রিলেশন টু পিপল সমাজ কল্যাণ সংস্থার সদস্যবৃন্দ।


     এই বিভাগের আরো খবর