,

হবিগঞ্জ-১ আসন: মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামী লীগের প্রার্থী মিলাদ গাজী

সেলিম আহমেদ :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে উৎসবমুখর পরিবেশে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী শাহ নেওয়াজ মিলাদ গাজী দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনি গতকাল বুধবার বিকেল সোয়া ৩ টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসানের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। মিলাদ গাজী আওয়ামী লীগের প্রবীণ বর্ষিয়ান রাজনৈতিক নেতা সাবেক মন্ত্রী দেওয়ান ফরিদ গাজীর সুযোগ্য পুত্র। নানা জল্পনা-কল্পনার অবসানের পর অবশেষে গত সোমবার সকালে দলীয় কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের সভাপতি শেখ হাসিনার স্বাক্ষরিত পত্রের মাধ্যমে নৌকা প্রতীকের প্রার্থী হিসাবে চিঠি পান। বিগত ২০১৪ সালের নির্বাচনে ও তিনি আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছিলেন। ঐক্যবদ্ধ নির্বাচনের স্বার্থে এ আসন আওয়ামী লীগ ছেড়ে দিয়েছিল জাতীয় পার্টিকে। সে সময় দলীয় সিদ্ধান্তের কারণে মিলাদ গাজী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছিলেন।  গতকাল মনোনয়ন দাখিলের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. আবুল ফজল, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,  পানিউমদা ইউপি চেয়ারম্যান মোঃ ইজাজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, জাবেদুল আলম চৌধুরী সাজু প্রমুখ।


     এই বিভাগের আরো খবর