,

ইনাতগঞ্জে রেজা কিবরিয়ার সমর্থকদের হামলায় যুবলীগ নেতাসহ আহত ৭

২ জনকে সিলেট ওসমানী মেডিকেলে প্রেরণ

স্টাফ রিপোর্টার :: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফন্টের মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়ার সমর্থকদের হামলায় ইনাতগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক জামাল আহমদ সুমনসহ ৭ জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে গুরুত্বর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বিকেলে ইনাতগঞ্জ ইউনিয়নের বান্দের বাজার এলাকায়। আহতদের সূত্রে জানা যায়, জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ড. রেজা কিবরিয়া বান্দের বাজার প্রধান সড়কের নির্বাচনী প্রচারণার সময় তার গাড়িবহর রাস্তার উপর রেখে পথসভা করার কারণে যান জটের সৃষ্টি হয়। এ সময় রাস্তার দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। উভয় দিকে অর্ধশতাধীক যানবাহন আটকা পরে জনসাধারনের দূর্ভোগের সৃষ্টি হয়। ওই সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন ইনাতগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক জামাল আহমদ সুমনসহ যুবলীগের নেতাকর্মীরা। এ সময় যানজট নিরশন করতে গিয়ে রেজা কিবরিয়ার সমর্থকদের সাথে জামালের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রেজা কিবরিয়ার সমর্থকরা তার উপর অতর্কিত হামলা চালায়। হামলায় আহত জামাল আহমদ সুমন (৪০), শেলু আহমেদ (৩০)কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্ত্যবরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অপর আহত ইউপি সদস্য সাপু আলম (৩৮), নোমান আহমেদ (৩৫), সুবেদ আহমেদ (৩৫)কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এদিকে যুবলীগের সাধারন সম্পাদক জামাল আহমদ সুমনসহ যুবলীগ নেতাকর্মীর উপর হামলার প্রতিবাদে সন্ধায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বান্দের বাজারে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।  এ ব্যাপারে উপজেলা যুবলীগের আহŸায়ক আলহাজ্ব ফজলুল হক সেলিম বলেন, আমরা শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করতে চাই। ড.রেজা কিবরিয়া তার বাহিনী দিয়ে বিনা কারনে যুবলীগ নেতার উপর হামলা করে শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্ঠা করছে। হামলা করে উল্টো তার বাহীনি দিয়ে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। রেজা কিবরিয়ার এসব ষড়যন্ত্র থেকে নবীগঞ্জবাসীকে সজাগ দৃষ্টি রাখার অহবানের পাশাপাশি তিনি প্রশাসনের প্রতি হামলাকারীদের অভিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। এ ঘটনায় হামলাকারী ও সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে অপ-প্রচারকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানা গেছে।


     এই বিভাগের আরো খবর