,

স্বাধীনতার প্রতীক নৌকার বিজয় সুনিশ্চিত করতে মুক্তিযোদ্ধাদের বিশাল জনসভা

স্টাফ রিপোর্টার :: স্বাধীনতার প্রতীক নৌকার বিজয় সুনিশ্চিত করতে সকল মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার স্বপক্ষের শক্তিসমুহ কে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী। গতকাল বুধবার বিকেলে নবীগঞ্জ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে হবিগঞ্জ-১ আসনের নৌকার প্রার্থী দেওয়ান শাহনওয়াজ মিলাদ গাজীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। নবীগঞ্জের মুক্তিযোদ্ধের সংগঠক প্রাক্তন চেয়ারম্যান আব্দুর রউফের সভাপতিত্বে ও নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাবেক আহবায়ক ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলালের পরিচালনায় অনুষ্টিত স্মরনকালের বৃহৎ এ মুক্তিযুদ্ধা জনতার সমন্বয়ে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ-১ আসনের নৌকার প্রার্থী দেওয়ান শাহনওয়াজ মিলাদ গাজী, হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্বা এডভোকেট মুহাম্মদ আলী পাঠান, বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) শেখ ওয়াহিদুজ্জামান লেনিন, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবঃ) মিজান চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, বীর মুক্তিযোদ্ধা মিনহাজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা খালেকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মৃধা, বীর মুক্তিযোদ্ধা মীর আসালত, ওসমানি স্মৃতি পরিষদের কেন্দ্রীয় মহাসচিব আব্দুর রকিব খান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জমিলা খাতুন, বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন আহমদ বীরপ্রতীক, বীর আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্বা মৌলুদ হোসেন কাজল, নবীগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সবাপতি আবু ইউসুফ চৌধুরী,বীর মুক্তিযোদ্বা মনসুর ঘোরী, বীর মুক্তিযুদ্ধা জালাল উদ্দিন সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা গজেন্দ্র দাশ, জেলা মুক্তিযুদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব পংকজ কান্তি দাস, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, উপজেলা মুক্তিযুদ্ধা সন্তান কমান্ডের সদস্যসচিব ডাঃ নিজামুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহবায়ক গৌতম দাশ প্রমূখ। পরে নৌকার সমর্থনে এক বিশাল মিছিল নবীগন্জ শহর প্ররদক্কিন করে।


     এই বিভাগের আরো খবর