,

নির্বাচিত হলে নবীগঞ্জ-বাহুবলকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব- আতিক

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর :: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, হবিগঞ্জ জেলা সভাপতি ও হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক বাহুবল উপজেলার কটিয়াদী বাজার, নন্দনপুর বাজার, বাহুবলের রাজার বাজার, হলুয়া পয়েন্ট, মানিকা বাজার, সইয়া বাজার, ছলিতলা বাজার, গোসাই বাজার ও নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজার, রসূলগঞ্জ বাজার, শাখোয়া বাজার, গুজাখাইড়সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। গণ সংযোগকালে তিনি বলেন- জাতীয় পার্টির শাসন আমলে পল্লীবন্ধু এরশাদ হবিগঞ্জকে মহকুমা থেকে জেলায় প্রতিষ্ঠিত করেছিলেন। পল্লীবন্ধু এরশাদ হবিগঞ্জের সিংহ ভাগ উন্নয়নেই ভূমিকা রেখেছিলেন। তিনি নবীগঞ্জের বিভিন্ন ব্রীজ কালভার্ট, রাস্তাঘাটের উন্নয়ন করেছিলেন। তিনি মসজিদ, মাদ্রাসা, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে পানি ও বিদ্যুত মহকুফ করেছিলেন। তিনি সকল ধর্মের উন্নয়নে আন্তরিক ভাবে কাজ করেছিলেন। পল্লীবন্ধু এরশাদের স্বর্ণ যুগে কথা এখনও বয়স্ক লোকজন স্মরণ করেন। তরুণদের মাঝে পল্লীবন্ধুর এরশাদের শাসন আমলে উন্নয়ন ও সুশাসনের কথা তুলে ধরার জন্য তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহŸান জানান। তিনি আমি কোন কিছু নিতে আসেনি, দিতে এসেছি। নবীগঞ্জ-বাহুবলকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। ২টি উপজেলায় বিদুৎ সংযোগ পৌছে দিতে চাই। সকলের দোয়া আশির্বাদ নিয়ে আমি নির্বাচিত হলে আধুনিক নবীগঞ্জ-বাহুবল উপজেলা হিসেবে গড়ে তুলবো। তাই আগামী ৩০ ডিসেম্বর লাঙ্গল প্রতিকে ভোট দেয়ার জন্য সকলের প্রতি আহŸান জানান। পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা জাপার সহ-সভাপতি আব্দুল মুক্তাদীর চৌধুরী অপু, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, জেলা যুব সংহতির সভাপতি প্রভাষক এসএম লুৎফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী, জেলা জাতীয় কৃষক পার্টির সভাপতি গাজী মিসবাহ উদ্দিন, উপজেলা জাপার আহŸায়ক এমএ জলিল তালুকদার, সাবেক সভাপতি সফি আহমেদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান শাহ মোঃ আব্দাল মিয়া, জেলা জাপা নেতা ফরিদ আহমেদ, সেলিম আহমেদ, নবীগঞ্জ উপজেলা জাপার আহবায়ক ডাঃ শাহ আবুল খায়ের, জাপা নেতা এম.এ খালেক, মোঃ হায়দর আলী, মুরাদ আহমদ, শেখ সামছুল ইসলাম, আবুল মিয়া, ডাঃ সগির মিয়া চৌধুরী, রাজু আহমেদ, দুলাল খান, আরশ আলী, অমর দাশ গুপ্ত, ফজলু মিয়া, বিনয় দাশ, রিংকু পাল, বিপি দাশ, উত্তম দাশ, বাহুবল উপজেলা জাপা নেতা আয়ুব আলী মেম্বার, উপজেলা জাপার নেতা উস্তার মিয়া, হাফেজ সফিকুল ইসলাম, যুবসংহতি নেতা হেলাল মিয়া, ওয়াহিদ মিয়া, রাজু আহমদ, দুলাল মিয়া, আব্দুল মুকাদিম আহমেদ নিশু, শাহ আলম মিজান, ছাত্র সমাজ সভাপতি জুবায়েদ হোসেন, আবুল মিয়া, বাহুবল উপজেলা জাপার সাবেক সাংগঠনিক সম্পাদক ডাঃ এমদাদুল হক সবুজ, তাহির আহমেদ সুলতান প্রমূখ।


     এই বিভাগের আরো খবর