,

আলোচনার ঝড়: কে হচ্ছেন হবিগঞ্জ-১ আসনের এমপি?

মোঃ সুমন আলী খান :: ভোটের বাকি আর মাত্র ৬ দিন। ব্যাপক প্রচার-প্রচারনায় ব্যস্ত প্রার্থীরা। প্রতিদিন পাড়া-মহল্লায় নির্বাচনী জনসভাসহ গণ সংযোগ চোখে পড়ার মতো। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন থেকে কে হবেন একাদশ সংসদ নির্বাচনের বিজয়ী এমপি তা নিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চায়ের স্টলসহ বিভিন্ন আড্ডা মহলে সাধারণ মানুষ ও নতুন ভোটারদের মধ্যে চলছে আলোচনা। কে হচ্ছেন আমাদের এমপি? এ নিয়ে জল্পনা-কল্পনার নেই শেষ। তাছাড়া এই আসনে ভোটযুদ্ধে মুখোমুখি একই ইউনিয়নের দুই বর্ষীয়ান নেতার পুত্র। হেভিওয়েট এই দুই প্রার্থীর বাড়ি নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নে। নৌকা প্রতীকের প্রার্থী মিলাদ গাজীর বাড়ি দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া গ্রামে এবং ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. রেজা কিবরিয়ার বাড়ি দেবপাড়া ইউনিয়নের জালালসাফ গ্রামে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্ষীয়ান নেতা দেওয়ান ফরিদ গাজীর তনয় শাহনওয়াজ মিলাদ গাজীর বিজয় সুনিশ্চিত করতে স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা চালিয়ে যাচ্ছেন নৌকার ব্যাপক প্রচারণা। এদিকে ঐক্যফ্রন্ট থেকে মনোনীত প্রার্থী প্রয়াত মন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার তনয় ড. রেজা কিবরিয়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের সাথে নিয়ে চালিয়ে যাচ্ছেন ধানের শীষের ব্যাপক প্রচারনা। দুই প্রার্থী নৌকা ও ধানের শীষ নিয়ে ব্যাপক প্রচারনায় ব্যস্ত থাকায় এলাকাবাসী ও সাধারণ ভোটার এবং নতুন ভোটারদের মধ্যে চলছে আলোচনার ঝড়। এ দিকে, লাঙ্গল প্রতীক নিয়ে এলাকায় চষে বেড়াচ্ছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক। তাঁর বিজয় নিশ্চিত করতে জাতীয় পার্টির নেতাকর্মীরা নির্বাচনীয় এলাকায় চালিয়ে যাচ্ছেন প্রচার-প্রচারনা। অনেকেই ভাবছেন, এই একাদশ জাতীয় নির্বাচনে বিজয় কিভাবে হচ্ছে? বা কে হচ্ছেন এই আসনের বিজয়ী?। এতে করে তাদের কোন সমস্যা হবে কি না এসব চিন্তা ঘোরপাক খাচ্ছে তাদের মধ্যে। আগামী ৩০ তারিখ পর্যন্ত সার্বিক পরিস্থিতি কেমন হবে এ নিয়ে তাদের মধ্যে দেখা দিয়েছে জল্পনা-কল্পনা। উল্লেখ্য, ২০১৪ সালের নির্বাচনে মিলাদ গাজীকে মনোনয়ন দেওয়া হলেও জোটগত কারণে আওয়ামীলীগ আসনটি ছেড়ে দেয় জাতীয় পার্টিকে। তখন বিনা প্রতিন্ধ›িদ্বতায় এমপি হন জাতীয় পার্টির নেতা এম.এ মুনিম চৌধুরী বাবু। এছাড়াও এই আসনেই রয়েছেন আরো প্রার্থী। চৌধুরী ফয়সল শোয়েব (মই), মোঃ নূরুল হক (গামছা) ও জুবায়ের আহমেদ (মোমবাতি)। এদের মধ্যে আলোচনায় বর্ষীয়ান দুই নেতার ছেলে পরস্পরের প্রতিদ্ব›দ্বী হওয়ায় এই আসনে কে হবেন বিজয়ী তা আলোচনার শেষ নেই।
বাহুবল) আসন থেকে কে হবেন একাদশ সংসদ নির্বাচনের বিজয়ী এমপি তা নিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চায়ের স্টলসহ বিভিন্ন আড্ডা মহলে সাধারণ মানুষ ও নতুন ভোটারদের মধ্যে চলছে আলোচনা। কে হচ্ছেন আমাদের এমপি? এ নিয়ে জল্পনা-কল্পনার নেই শেষ। তাছাড়া এই আসনে ভোটযুদ্ধে মুখোমুখি একই ইউনিয়নের দুই বর্ষীয়ান নেতার পুত্র। হেভিওয়েট এই দুই প্রার্থীর বাড়ি নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নে। নৌকা প্রতীকের প্রার্থী মিলাদ গাজীর বাড়ি দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া গ্রামে এবং ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. রেজা কিবরিয়ার বাড়ি দেবপাড়া ইউনিয়নের জালালসাফ গ্রামে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্ষীয়ান নেতা দেওয়ান ফরিদ গাজীর তনয় শাহনওয়াজ মিলাদ গাজীর বিজয় সুনিশ্চিত করতে স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা চালিয়ে যাচ্ছেন নৌকার ব্যাপক প্রচারণা। এদিকে ঐক্যফ্রন্ট থেকে মনোনীত প্রার্থী প্রয়াত মন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার তনয় ড. রেজা কিবরিয়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের সাথে নিয়ে চালিয়ে যাচ্ছেন ধানের শীষের ব্যাপক প্রচারনা। দুই প্রার্থী নৌকা ও ধানের শীষ নিয়ে ব্যাপক প্রচারনায় ব্যস্ত থাকায় এলাকাবাসী ও সাধারণ ভোটার এবং নতুন ভোটারদের মধ্যে চলছে আলোচনার ঝড়। এ দিকে, লাঙ্গল প্রতীক নিয়ে এলাকায় চষে বেড়াচ্ছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক। তাঁর বিজয় নিশ্চিত করতে জাতীয় পার্টির নেতাকর্মীরা নির্বাচনীয় এলাকায় চালিয়ে যাচ্ছেন প্রচার-প্রচারনা। অনেকেই ভাবছেন, এই একাদশ জাতীয় নির্বাচনে বিজয় কিভাবে হচ্ছে? বা কে হচ্ছেন এই আসনের বিজয়ী?। এতে করে তাদের কোন সমস্যা হবে কি না এসব চিন্তা ঘোরপাক খাচ্ছে তাদের মধ্যে। আগামী ৩০ তারিখ পর্যন্ত সার্বিক পরিস্থিতি কেমন হবে এ নিয়ে তাদের মধ্যে দেখা দিয়েছে জল্পনা-কল্পনা। উল্লেখ্য, ২০১৪ সালের নির্বাচনে মিলাদ গাজীকে মনোনয়ন দেওয়া হলেও জোটগত কারণে আওয়ামীলীগ আসনটি ছেড়ে দেয় জাতীয় পার্টিকে। তখন বিনা প্রতিন্ধ›িদ্বতায় এমপি হন জাতীয় পার্টির নেতা এম.এ মুনিম চৌধুরী বাবু। এছাড়াও এই আসনেই রয়েছেন আরো প্রার্থী। মহাজোটের বাহিরেও লাঙ্গল প্রতীকের প্রার্থী মোহাম্মদ আতিকুর রহমান আতিক, চৌধুরী ফয়সল শোয়েব (মই), মোঃ নূরুল হক (গামছা) ও জুবায়ের আহমেদ (মোমবাতি)। এদের মধ্যে আলোচনায় বর্ষীয়ান দুই নেতার ছেলে পরস্পরের প্রতিদ্ব›দ্বী হওয়ায় এই আসনে কে হবেন বিজয়ী তা আলোচনার শেষ নেই।


     এই বিভাগের আরো খবর