,

মিলাদ গাজীর জন্য ভোট চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিনিধি :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য শাহনওয়াজ মিলাদ গাজীকে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ভোট দেয়ার জন্য আহবান জানিয়েছেন জনগণকে। গত শনিবার বিকেলে সিলেটের আলীয়া মাদরাসা মাঠে আওয়ামী লীগের নির্বাচনী সভায় বক্তব্য প্রদানকালে তিনি এই আহŸান জানান। লোকে লোকারণ্য আলীয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত জনসভায় তিনি বলেন, “হবিগঞ্জ-১ শাহনওয়াজ মিলাদ গাজী। তার পিতা আমাদের প্রবীণনেতা ছিলেন ফরিদ গাজী সাহেব, তার ছেলে শাহনওয়াজ মিলাদ গাজীকে আমরা হবিগঞ্জ-১ আসনে নৌকা মার্কার মনোনয়ন দিয়েছি। তাকে আপনারা ভোট দেবেন, হবিগঞ্জবাসীকে বলবেন তাকে ভোট দেওয়ার জন্য।” তিনি আরো বলেন, “এখানে একটা কথা না বললেই নয়, অত্যন্ত দুঃখের বিষয় এই হবিগঞ্জ-১-এ ধানের শীষ নিয়ে যিনি দাঁড়িয়েছেন,” (তিনি সাবেক অর্থমন্ত্রী শাহ এমএস কিবরিয়াা ছেলে ড. রেজা কিবরিয়া। তার পিতা বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৫ সালে হবিগঞ্জের বৈদ্যারবাজারে গ্রেনেড হামলায় নিহত হন। এ ঘটনায় প্রেক্ষিতে দায়েরকৃত মামলায় বিএনপি’র বেশ কয়েক নেতা অভিযুক্ত) “তার পিতা হত্যাকারী এই ধানের শীষ। বিএনপি কিবরিয়া সাহেবকে হত্যা করেছে। আজকে অত্যন্ত পরিতাপের বিষয় হলো সেই কিবরিয়া সাহেবের ছেলে ওই বিএনপি’র ধানের শীষ নিয়ে ইলেকশন করছে। এর চেয়ে লজ্জার আর কিছু থাকে না।” তিনি বলেন, “আপনারা ফরিদ গাজী সাহেবের ছেলে শাহনওয়াজ মিলাদ গাজীকে নৌকা মার্কায় ভোট দেবেন।” জনসভা শেষে সিলেট কাবে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে হবিগঞ্জ- ১ আসনের প্রার্থী শাহনওয়াজ মিলাদ গাজী সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি নির্বাচনী এলাকার বিস্তারিত চিত্র তাকে অবগত করেন। এ সময় এলাকার জনগণ তাকে নির্বাচিত করলে তার মাধ্যমে হবিগঞ্জ-১ আসনের নবীগঞ্জ ও বাহুবল উপজেলাকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলবেন বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে আশ্বস্থ করেন।


     এই বিভাগের আরো খবর