,

নবীগঞ্জে পাগলা কুকুর ও শিয়ালের কামড়ে আহত ৮

মোঃ সুমন আলী খান ॥ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় একই দিনে পাগলা কুকুর ও শিয়ালের কামড়ে ৮ জন আহত হয়েছেন। তাদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার ওই উপজেলার বিভিন্ন স্থানে। নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত ডাক্তার রাজীব জানান- গতকাল বুধবার উপজেলার বিভিন্ন স্থান থেকে পাগলা কুকুর ও শিয়ালের কামড়ে আহত হয়ে ৭ জন হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এদের মধ্যে কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন ৩ জন এবং শিয়ালের কামড়ে আহত হয়েছেন ৪ জন। কুকুরে কামড়ে আহতরা হলেন, উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের গুলডোবা গ্রামের আলহাজ্ব আব্দুল মালিকের পুত্র মোহাম্মদ তজমুল আলী (৪৫), নবীগঞ্জ সদর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মোঃ লেবু মিয়ার পুত্র আল-আমীন (২০) ও আউশকান্দি ইউনিয়নের আজলপুর গ্রামের মোঃ ফরিদ মিয়ার পুত্র মোঃ জুনায়েদুর রহমান (১৬)। শিয়ালের কামড়ে আহতরা হলেন, নবীগঞ্জ পৌর এলাকার শিবপাশা গ্রামের নুরুজ মিয়ার পুত্র জালাল আহমদ (৩২), কুর্শি ইউনিয়নের গহরপুর গ্রামের মৃত বাদশা মিয়ার স্ত্রী আনোয়ারুন্নেছা (৭০), বাউসা ইউনিয়নের বাউসা গ্রামের মৃত দরবেশ উল্লার পুত্র জনাব আলী (৫০), নবীগঞ্জ সদর ইউনিয়নের আব্দুল ছত্তারের পুত্র শিশু মিয়া (৪০)। তাদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। অপর দিকে, উপজেলার গহরপুর গ্রামে পাগলা শেয়ালের কামড়ে আনোয়ার বেগম (৭৫) নামে এক বৃদ্ধা হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তিনি ওই গ্রামের মৃত লাল বাদশার স্ত্রী। আহত সূত্র জানা যায়, গতকাল বুধবার ভোর রাতে বাড়ির পার্শ্ববর্তী এক ঝুপ থেকে একটি পাগলা শেয়াল আনোয়ারার ঘরে প্রবেশ করে তাকে কামড়াতে থাকে। তার চিৎকারে আশপাশের লোকজন এসে শেয়ালের কাছ থেকে আনোয়ারাকে উদ্ধার করে। এ সময় পাগলা শেয়ালটি পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কজনক বলে জানা গেছে।


     এই বিভাগের আরো খবর