,

শপথ নিয়েছেন হবিগঞ্জের নবনির্বাচিত চার এমপি

স্টাফ রিপোর্টার ॥ শপথ নিয়েছেন একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যরা। গতকাল বৃহস্পতিবার সকাল এগারোটার কিছু পরে সংসদ ভবনের শপথ কক্ষে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। দশম সংসদের স্পীকার হিসেবে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ উপস্থিত নবনির্বাচিত সংসদ সদস্যকে
শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। পরে নবাগত এমপিরা স্পীকারের সামনে শপথ ফরমে সই দেন। এসময় শপথ নিয়েছেন নব নির্বাচিত হবিগঞ্জের চার সংসদ সদস্য। হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য শাহ নেওয়াজ মিলাদ গাজী, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য আব্দুল মজিদ খান, হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট আবু জাহির ও হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী শপথ গ্রহণ করেন। শপথ শেষে তাঁরা আওয়ামী লীগে পার্লামেন্টারী বৈঠকে অংশগ্রহণ করছেন। এ বৈঠকে তারা তাদের সংসদীয় দলের নেতা নির্বাচন করবেন। এর আগে শপথ নিতে গত বুধবার ঢাকায় যান হবিগঞ্জের চারটি আসনে নবনির্বাচিত এমপিরা। এ সময় তাদের সাথে আওয়ামী লীগের নেতৃবৃন্দ ঢাকা যান। প্রসঙ্গত, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জের চারটি আসনেই আওয়ামী লীগের প্রার্থীরা বিশাল ব্যবধানে জয়লাভ করে।
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ১ লাখ ৫৮ হাজার ১৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের প্রার্থী শাহ্ নেওয়াজ মিলাদ গাজী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় ঐক্যফন্টের প্রার্থী সাবেক অর্থমন্ত্রী শাহ্ এ এম এস কিবরিয়ার পুত্র ড. রেজা কিবরিয়া পেয়েছেন ৮৫ হাজার ১৯৭ ভোট। আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৬৪ হাজার ৯৩৯ জন। এবার প্রথমবারের মতো এমপি নির্বাচিত হলেন তিনি।
হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে ১ লাখ ৭৭ হাজার ৯৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের প্রার্থী সাবেক এমপি এডভোকেট আব্দুল মজিদ খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী খেলাফত মজলিশের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ পেয়েছেন ৬০ হাজার ৫২ ভোট। আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৬ হাজার ৯৭৮ জন। এবার ৩য় বারের মতো এমপি নির্বাচিত হলেন তিনি।
হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে ১ লাখ ৯৩ হাজার ৮৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের প্রার্থী সাবেক এমপি এডভোকেট আবু জাহির। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছ পেয়েছেন ৬৮ হাজার ৭৮ ভোট। আসনটিতে মোট ভোটার ৩ লাখ ২৬ হাজার ৩৬৩ জন। এবার ৩য় বারের মতো এমপি নির্বাচিত হলেন তিনি।
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে ৩ লাখ ৯ হাজার ৯৫৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের প্রার্থী সাবেক এমপি এডভোকেট মাহবুব আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী খেলাফত মজলিশের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদির পেয়েছেন ৪৫ হাজার ১৫১ ভোট। আসনটিতে মোট ভোটার ৪ লাখ ২৭ হাজার ২৪৮ জন। এবার ২য় বারের মতো এমপি নির্বাচিত হলেন তিনি।


     এই বিভাগের আরো খবর