,

হবিগঞ্জে এতিমখানাসহ ৯টি দোকানে চুরি

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ শহরের পইল রোডে এক রাতে এতিমখানার দানবাক্স ও সাংবাদিক আক্তার হোসেনের দোকানসহ ৯টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা নগদ টাকাসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। গত রবিবার মধ্যরাত থেকে সোমবার ভোরে যে কোনো এক সময়ে এ চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে সদর থানার ওসি (অপারেশন) প্রজিত দাস ও এসআই শাহিদসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং চোরদেরকে ধরতে আশ্বস্থ করে। জানা যায়, সুন্নি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক মাওলানা নাসির উদ্দিন রোববার রাত ১১টার দিকে মাদ্রাসার সবকিছু ঠিক আছে দেখে তিনি বাসায় চলে যান। গতকাল সোমবার সকালে ঘুম থেকে উঠে মাদ্রাসার ছাত্ররা দানবাক্সটি ভাঙা দেখতে পায়। পরে পুলিশকে খবর দেয়া হয়। স্থানীয়রা জানান, গতকাল সোমবার ভোরবেলা পইল থেকে একজন গুরুতর অসুস্থ রোগী নিয়ে একটি টমটম (অটোরিকশা) দিয়ে হাসপাতালে যাচ্ছিল। এ সময় দোকানের দরজা ভাঙা দেখে টমটমের চালক চিৎকার করলে ব্যবসায়ীরা এসে জড়ো হন। পরে তারা দেখতে পান সাংবাদিক আক্তার হোসেন এন্টারপ্রাইজের গ্যাস সিলিন্ডারের দোকান, সেলিম এন্টারপ্রাইজ, মা স্টোর, কাজল এন্টারপ্রাইজ, জয়নাল আবেদীন চাঁন মিয়া এন্টারপ্রাইজ, ফয়সল ইসলাম এন্টারপ্রাইজ, নাগ ফার্মেসী, আলাউদ্দিন স্টোর ও আক্কাস এন্টারপ্রাইজের দোকানের দরজা ভাঙা। চোরেরা দোকানগুলো থেকে নগদ টাকা, মোবাইলসহ বিভিন্ন মামলামাল লুট করে নিয়ে যায়। এদিকে লুটকৃত মালামালের আনুমানিক মূল্য হবে ৪ লাখ টাকা বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এ ব্যাপারে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা জানান, স্থানীয়রা আমাকে চুরির বিষয়টি অবগত করার পর আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখন পুলিশ তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেবে।


     এই বিভাগের আরো খবর