,

নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের কমিটি গঠন, বিধু সভাপতি ॥ হিমেল সম্পাদক

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের উদ্যোগে যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রে ১৩১ তম জন্ম উৎসব পালনের লক্ষ্যে গত শুক্রবার নবীগঞ্জ কেন্দ্রীয় গোবিন্দ জিউড় আখড়ায় এক আলোচনা সভা অনুষ্টিত হয়। তাপস বনিকের সভাপতিত্বে সভায় সর্ব সম্মতিক্রমে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা সৎসঙ্গের উৎসব কমিটি গঠন করা হয়। কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন,সভাপতি বিধু ভূষন গোপ, সহ-সভাপতি মৃম্ময় কান্তি দাশ বিজন,সুব্রত দাশ, নিখিল সুত্রধর, দিপক পাল, সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, যুগ্ম সম্পাদক রতিশ চন্দ্র দাশ,রবীন্দ্র দাশ, অর্থ সম্পাদক ডাঃ মিহির লাল সরকার, সহ-অর্থ সম্পাদক নিতেশ চন্দ্র দাশ, সাংগঠনিক সম্পাদক সজল চন্দ্র দেব, নয়ন দাশ, সুশান্ত শীল, সাংস্কৃতিক সম্পাদক ডাঃ নরেশ চন্দ্র দাশ, সহ-সাংস্কৃতিক সম্পাদক নারায়ন সরকার, প্রদীপ কুমার দাশ, প্রচার সম্পাদক নয়নমনি সরকার, সাজসজ্বা সম্পাদক দিপন চন্দ্র দাশ, সহ-সাজসজ্বা সম্পাদক বৌদ্ধ গোপ, যাদব সুত্রধর, হৃদয় শীল, মহিলা সম্পাদিক সুমী রানী পাল,সহ মহিলা সম্পাদিক তৃষ্ণা রানী বনিক, রীনা রানী পাল, আপ্যায়ন সম্পাদক রশময় শীল, সহ-আপ্যায়ন সম্পাদক নারায়ন চন্দ্র দাশ, নির্বাহী সদস্য সজল ভট্টচার্য্য, জন্টু দাশ,বিশ্বজিত চন্দ, বিজয় সরকার, উত্তম সরকার। এছাড়া উৎসবের উপদেষ্টা ও সার্বিক তত্ত্বাবধায়নে পৃথক কমিটি করা হয়। সভায়  নবীগঞ্জ কেন্দ্রী গোবিন্দ জিউড় আখড়ায় যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩১ তম জন্ম উৎসব আগামী ২রা ফালগুন ১৪২৫ বাংলা  ১৫ই ফেব্রুয়ারী  ২০১৯ ইং রোজ শুক্রবার  পালনে সকল শ্রেণীপেশার মানুষের সহযোগীতা কামনা করা হয়।


     এই বিভাগের আরো খবর