,

জামিনে সোহেল’র মুক্তি

সংবাদদাতা ॥ গ্রেফতারের ১ দিন পর জামিনে মুক্তি পেয়েছে সোহেল আহমেদ। গত বুধবার সন্ধ্যায় একটি ননজিআর মামলায় সোহেল আহমেদকে নতুন বাজার মোড় থেকে গ্রেফতার করে নবীগঞ্জ থানা পুলিশ। সোহেল আহমেদ উপজেলার ঘোলডুবা গ্রামের মৃত আতর আলীর পুত্র। গতকাল বৃহস্পতিবার সোহেল আহমেদ সিনিয়র চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে হাজির করা হয়। এ সময় আসামী পক্ষের আইনজীবি এড. নুরুল হুদা সোহেল আহমেদের জামিন দেয়ার জন্য যুক্তি উপস্থাপন করেন। পরে  বিজ্ঞ আদালত সোহেল আহমেদকে জামিন দিলে সে জামিনে মুক্তিলাভ করেন। এ প্রতিনিধিকে সোহেল আহমেদ জানান, মিথ্যা মামলায় আমাকে গ্রেফতার করা হয়েছিল অবশেষে আল্লাহর ইচ্ছায় আমি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা থেকে জামিনে মুক্তি পেয়েছি।


     এই বিভাগের আরো খবর