,

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত শোয়েব’র দাফন সম্পন্ন ॥ বিভিন্ন মহলের শোক

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ-বানিয়াচং সড়কের রাজাবাদ নামকস্থানে গত ২ জানুয়ারী বুধবার রাতে যাত্রীবাহী  টমটম এবং মালবাহী ট্রলি মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৫ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় নবীগঞ্জ করগাঁও ইউনিয়নের দত্তগ্রাম পাঠলী বুরুঙ্গা গ্রামের এবং জে.কে স্কুলের মার্কেটের ব্যবসায়ী শাহ্ শোয়েব উজ্জামান (৪০)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কলেজে ভর্তি করা হয়। মাথায় প্রচুর পরিমান রক্তক্ষরণ জনিু কারণে সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে শেষ পর্যন্ত লাইফ সাপোর্টে রাখা হয়। ৮ দিন মৃত্যুর সাখে পাঞ্জা লড়ে গত বুধবার সন্ধ্যায় সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। (ইন্নালিল্লাহি…..রাজিউন)। শোয়েবের মৃত্যর সংবাদ নবীগঞ্জে ছড়িয়ে পড়লে তার পরিবার, আত্মীয়স্বজনসহ বন্ধু মহলে শোকের ছায়া নেমে আসে। তাকে এক নজর দেখার জন্য বিভিন্ন শ্রেনী পেশার মানুষ তার বাড়ীতে ভীড় জমান। গতকাল বৃহস্পতিবার দুপুর ২ টায় দত্তগ্রাম পাটলী শাহী ঈদগাহ ময়দানে জানাযা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নবীগঞ্জ আলোকিত ব্যাচ ’৯৫ সংগঠনের সদস্য সদা হাস্যজ্বল ন¤্র স্বাভাবের বন্ধু সুলভ শোয়েবের মৃত্যুতে আলোকিত ব্যাচের সকল নেুৃবৃন্দের মাঝেও এক হৃদয় বিদারক  দৃশ্যের অবতারনা হয়। সংগঠনের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন করেন নেুৃবৃন্দ। শোক জ্ঞাপনকারীরা হলেন আলোকিত ব্যাচ‘৯৫ সংগঠনের সভাপতি শামীম আহমদ, সহ-সভাপতি ধনঞ্জয় দেবনাথ, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক আশফাকউজ্জামান চৌধুরী, অর্থ সম্পাদক এলেমান আহমদ চৌধুরী, প্রচার সম্পাদক পিন্টু রায়, নির্বাহী সদস্য ও সাবেক সভাপতি অধ্যক্ষ তনুজ রায়, সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, শিক্ষক মোঃ রুবেল মিয়া, শুভাশীষ চক্রবর্ত্তী সুবল, ডাঃ নাজিমুল ইসলাম বাবলু, শিক্ষক জাহাঙ্গীর বখত চৌধুরী, সরাজ মিয়া, সাজিদুর রহমান, আমিনুর রহমান চৌধুরী সুমন, মিজানুর রহামান জুয়েল, লোকমান আহমদ, তোফায়েল আহামদ, জুয়েল মিয়া, সালেহ আহমদ, লেবু আহমদ, প্রনব চন্দ্র দেব, আবু হুরায়ুরা মামুন, রাজীব কুমার রায়, সমীরন দে, আবু তাহের চৌধুরীসহ সংগঠনের সকল নেুৃবৃন্দ শোক জ্ঞাপন করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


     এই বিভাগের আরো খবর