,

নবীগঞ্জে পূর্ব শত্রুতার জেরে পেট্রোল দিয়ে বসতঘর পুড়ে ছাই

সংবাদদাতা ॥ সরকার বাহাদুরের ভুমি বন্দোবস্ত এনে পরিবার-পরিজ্বন নিয়ে বসবাস করছিলেন খলিল। কিন্তু শত্রুরা দুরে থেকে কোনো ভাবেই তাহা সহ্য করতে পারেনি। তারা দীর্ঘদিনের সাধনাকে কাজে লাগিয়েছে। পূর্ব শত্রুতার জের মেঠাতে সংঘবদ্ধ লোকদের যোগসাজসে পেট্রোল দিয়ে নিরিহ খলিলের বসতঘর পুড়িয়ে ছাই করেছে। এ ঘটনাটি ঘটেছে গত শনিবার গভীররাতে নবীগঞ্জ উপজেলার বড়ভাকৈর (পুর্ব) ইউনিয়নের শৈলারামপুর গ্রামে। ওই গ্রামের মৃত কালা মিয়ার পুত্র মোঃ খলিল মিয়া জানান, তিনিসহ কয়েকজন লোক সরকার বাহাদুরের কাছ থেকে খাস ভূমি নিরানব্বই বছরের জন্য বন্দোবস্ত গ্রহন করেন। তাদের ওই ভুমির প্রতি কু-দৃষ্টি পড়ে এলাকার এক শ্রেনীর কুচক্রী মহলের। গত শনিবার রাত ১ টায় শৈলারামপুর গ্রামের মৃত আব্দুল হাফিজ মিয়ার পুত্র মানিক মিয়া, সোনা মিয়া, মৃত ইয়াকুব আলীর পুত্র সুরুজ আলী, চাঁন মিয়া, সুরুজ আলীর পুত্র সুমন মিয়া ও আমড়াখাইড় গ্রামের মৃত সাবাজ উল্লার পুত্র আফছর উল্লাসহ আরো ১০/১৫ জন লোক মিলে পূর্ব শত্রুতার জের নিয়ে তার  বসতঘর পেট্রোল দিয়ে পুড়িয়েছে। এতে তিনি খোলা আকাশের নিচে পরিবার-পরিজ্বন নিয়ে বসবাস করছেন। এ ঘটনার সত্যতা জানতে স্থানীয় বড়ভাকৈর (পূর্ব) ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আশিক মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন-বসতঘর পুড়ার সংবাদ ফোনে লোকজন তাকে জানিয়েছেন। তবে ঘটনা কতটুকু সত্য তাহা বলা যাচ্ছে না।


     এই বিভাগের আরো খবর