,

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে দালালদের দৌরাত্ম দিন দিন বৃদ্ধি

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে দালালদের দৌরাত্ম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিনই গ্রামগঞ্জ থেকে আসা রোগীরা তাদের খপ্পরে পড়ে নিঃস্ব হয়ে বাড়ি ফিরছে। আবার কেউ কেউ তাদের কথামতো প্রাইভেট ক্লিনিকে গিয়ে ভুল চিকিৎসায় মৃত্যুসহ গঙ্গুত্ব ভাবে জীবনযপান করছেন। সম্প্রতি হাসপাতালের একটি অনুষ্ঠানে হবিগঞ্জ-লাখাইয়ের সংসদ সদস্য আলহাজ্ব এড. আবু জাহির দালাল মুক্ত ঘোষণা দেন। কিছুদিন যেতে না যেতেই এসব দালালরা আবার মাতা ছাড়া দিয়ে উঠেছে। জরুরি বিভাগের কিছু অসাধু কর্মচারীদের ছত্রছায়ায় থেকেই দালালরা রোগীদের সাথে এসব প্রতারণা চালিয়ে যাচ্ছে। অনেক ফার্মেসী এবং ক্লিনিকের মালিকদের কাছে রোগীদের দালালরা নিয়ে গেলে ২০% কমিশন পেয়ে থাকে। হাসপাতালের তালিকা অনুযায়ী মহিলা পুরুষ মিলে পুরাতন প্রায় ২০ জন দালাল রয়েছে। এছাড়া নতুন দালালও সৃষ্টি হয়েছে। পুলিশ ইতিমধ্যে অভিযান চালিয়ে মহিলা-পুরুষ মিলে ১০ জন দালাল ধরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করলে তারা আইনের ফাক-ফোকড় দিয়ে বেরিয়ে এসে পুনরায় এসব ব্যবসায় জড়িয়ে পড়ে। রোগীরা জানান, জরুরি বিভাগে এসে ভর্তি হওয়ার সাথে সাথেই দালালরা ওই বিভাগের ব্যবস্থা নিয়ে টানা হেচড়া শুরু করে দেন। তারা বিভিন্ন কৌশলে রোগীদেরকে বিভিন্ন ফার্মেসীতে নিয়ে দিগুন দাম আদায় করে। শুধু তাই নয়, রোগীদেরকে ভালো চিকিৎসার কথা বলে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে নিয়ে ভর্তি করে টাকা পয়সাও হাতিয়ে নেয়। এ নিয়ে প্রায়ই হাসপাতালে রোগী ও দালালদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটছে। নাম প্রকাশে অনুচ্ছিুক দালাল জানান, পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানী। তাদের পাশাপাশি নতুন দালালদের উৎপাত বৃদ্ধি পেয়েছে। ফলে তাদের কারণে কোন কাজ পায়না পুরাতন দালালরা। এ ব্যাপারে সদর হাসপাতালের তত্বাবধায়ক রথীন্দ্র কুমার দেব জানান, ইতিপূর্বেও অভিযোগ এসেছে এবং কিছুতেই হাসপাতালে ঠাই দেয়া হবেনা। তাদেরকে পুলিশে সোপর্দ করা হবে।


     এই বিভাগের আরো খবর