,

লাখাই উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগের একক প্রার্থী নির্ধারন

হবিগঞ্জ প্রতিনিধি ॥ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে লাখাই উপজেলায় তৃণমূল থেকে আওয়ামীলীগের একক প্রার্থী নির্বাচন করা হয়েছে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট মুশফিউল আলম আজাদকে। গতকাল রোববার দুপুরে হবিগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় এই সিদ্ধান্ত হয়। লাখাই উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ মোক্তার হোসেন বেনুর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক এডভোকেট মুশফিউল আলম আজাদের পরিচালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট মো. আবু জাহির এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট সিরাজুল হক চৌধুরী, আরব আলী ও হবিগঞ্জ পৌর আওয়ামীলীগ সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো। সভায় তৃণমুলের নেতাকর্মীরা চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসাবে বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট মুশফিউল আলম আজাদকে সর্ব সম্মতিক্রমে নির্বাচিত করেন। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মুর্শেদ কামাল ১ম, সাবেক ছাত্রনেতা আমিরুল ইসলাম আলম ২য় এবং সোহেল লস্কর তৃতীয় পছন্দের প্রার্থী হন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নেছা ১ম ও আলেয়া বেগম ২য় পছন্দের প্রার্থী হন। সমঝোতা হয়নি হবিগঞ্জ সদর উপজেলায়: এদিকে গত শনিবার সন্ধ্যায় হবিগঞ্জ পৌরসভা প্রাঙ্গনে হবিগঞ্জ সদর উপজেলার প্রার্থী নির্ধারনের লক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ সদর ও হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের বর্ধিত সভা থেকে চেয়ারম্যান পদে একক প্রার্থী বাছাই করতে না পারায় তিন জনের নামের তালিকা হয়েছে। এরা হলেন পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম ও হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল আহাদ ফারুক। ভাইস চেয়ারম্যান পদে পৌর আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক হাবিব খান ও জেলা তাতী লীগের সাধারন সম্পাদক জসিম আহমেদ এর নাম নির্ধারন করা হয়। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমানে ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরার নাম একক প্রার্থী হিসাবে নির্ধারন করা হয়।


     এই বিভাগের আরো খবর