,

চুনারুঘাটে এক সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার

সংবাদদাতা ॥ চুনারুঘাট উপজেলার আমতলা গ্রামে শ্বশুর বাড়ি থেকে আফিয়া খাতুন নামে এক সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তবে পরিবারের দাবি তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ নেয়া ও দাফন নিয়ে দুই পরিবারের মাঝে হাতাহাতির ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, গতকাল শনিবার সকাল ১০টায় স্বামী সিরাজ মিয়ার বাড়ি বসত ঘর থেকে আফিয়া (২৮) এর ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়। অপরদিকে আফিয়ার ভাই একই এলাকার কমলপুর গ্রামের দিন মজুর খালেকের পুত্র আব্দুল আউয়াল জানান, আজ থেকে ৮ বছর আগে ওই গ্রামের ছেরাগ আলীর পুত্র আদম বেপারি সিরাজ মিয়া (৩৫) এর সাথে তার ছোট বোন আফিয়ার বিয়ে হয়। বর্তমানে তাদের কুলজুড়ে ৫ বছরের একটি সন্তান রয়েছে। দুই বছর আগে স্বামী স্ত্রী মাঝে ঝগড়া হয়ে বিবাহ বিচ্ছেদ ঘটে। এক বছর আগে উভয় পরিবারের মাঝে সমঝোতা হয়ে ওই সন্তানের দিকে আফিয়াকে আবার তার সাথে বিয়ে দেয়া হয়। সম্প্রতি আফিয়াকে বিদেশ পাঠানোর জন্য স্বামী সিরাজ মিয়া তার উপর নির্যাতন ও নিপীড়ন শুরু করে। কিন্তু আফিয়া বিদেশ যেতে রাজি হয়নি। তারপরও নারী পাচারকারী সিরাজ মিয়া তাকে বিদেশ যাওয়ার জন্য চাপ সৃষ্টি করে। বিষয়টি আফিয়া তার পরিবারকে জানাত। গত শুক্রবার রাতে আদম বেপারী সিরাজ বাউল গানে যেতে চাইলে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। এক পর্যায়ে ভোর রাতে আফিয়ার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজন চুনারঘাট থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এদিকে, ময়নাতদন্ত শেষে দুপুরে মর্গে লাশ নেয়া নিয়ে আব্দুল আউয়াল ও আফিয়ার শ্বশুর ছেরাগ আলীর লোকজনের মাঝে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে ডুম ছাবু ও তার সহকারী তাজুল ইসলামের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পরে লাশ শ্বশুর ছেরাগ আলীর জিম্মায় নেয়া হয়। এদিকে লাশ বাড়িতে নিয়ে গিয়ে আফিয়ার পরিবারকে দিতে চাইলে সেখানেও অপ্রীতিকর ঘটনা ঘটে। পরে লাশ রেখে আফিয়ার শ্বশুর ও তার লোকজন চলে আসে। সন্ধ্যায় আফিয়ার লাশ সম্পন্ন হয়। কিন্তু স্বামী পলাতক থাকায় বিষয়টি নিয়ে নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে। তবে আফিয়ার পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের করবে বলেও জানা যায়। চুনারুঘাট থানার এসআই মহিউদ্দিন জানান, মৃত্যুটি রহস্যজনক হলেও ময়না তদন্ত রিপোট পাওয়ার পর আসল কারণ জানা যাবে। তবে সিরাজকে পুলিশ খুজছে।


     এই বিভাগের আরো খবর