,

হবিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় গ্রন্থাগার দিবস-২০১৯ উদযাপিত

সংবাদদাতা ॥ “গ্রন্থাগারে বই পড়ি, আলোকিত মানুষ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল মঙ্গলবার সারা দেশের ন্যায় হবিগঞ্জে জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগার, হবিগঞ্জ এর যৌথ উদ্যোগে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হলো জাতীয় গ্রন্থাগার দিবস-২০১৯। নিমতলা, কালেক্টরেট প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র‌্যালীর মধ্যে দিয়ে শুরু হয় আজকের অনুষ্ঠান। র‌্যালী শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান। উক্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ এর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাবেল, বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শৈলেন চাকমা, বিভিন্ন দপ্তরের প্রধানগন, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন এনজিও প্রতিনিধিগন, সুশীল সমাজের প্রতিনিধিগন এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীগন। এছাড়াও সরকারি-বেসরকারি গ্রন্থাগার পেশাজীবীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য প্রধান করেন জেলা সরকারি গণগ্রন্থাগার এর লাইব্রেরিয়ান মোঃ সাইফুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শৈলেন চাকমা এবং প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাবেল। এছাড়াও বক্তব্য প্রদান করেন জেলা ব্র্যাক প্রতিনিধি ফিরোজ মিয়া, গ্রন্থাগার পেশাজীবী মোঃ আব্দুর রব, সেন্ট্রাল ক্রিয়েটিভ কলেজের অধ্যক্ষ একরামুল ওয়াদুদ সহ আরো অতিথিবৃন্দ। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা সরকারি গণগ্রন্থাগার এর জুনিয়র লাইব্রেরিয়ান পরিমল শর্মা।


     এই বিভাগের আরো খবর