,

নবীগঞ্জে পল্লী বিদ্যুতের কুটি বসানোকে কেন্দ্র করে উত্তেজনা

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দত্তগ্রাম শেখ পাড়া এলাকায় ক্যাচ ম্যাপের বাহিরে কুটিঁ বসানোকে কেন্দ্র করে ওই এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয় কিছু কতিপয় লোকের দ্বারা কুটিঁর কাজে নিয়োজিত ঠিকাদারকে ম্যানেজ করে এই ম্যাপের বাহিরে কুটিঁ বসায় কয়েক’টি পরিবার বিদ্যুত সংযোগ দিতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে। স্থানীয় সুত্রে জানাযায়, ওই এলাকায় প্রায় ৭টি বৈদ্যুতিক কুটি বসানোর দায়িত্ব পান ঠিকাদার আবুল কালাম আজাদ। গত মঙ্গলবার কুটিঁ নিয়ে ওই এলাকায় ঠিকাদারের লোকজন যান। ক্যাচ ম্যাপ অনুযায়ী কুটি বসাতে গেলে জনৈক রশিদ মিয়া বাধা দেন। এতে আটকা পড়ে কুটিঁ বসানোর কাজ। এ সময় কতিপয় কিছু লোকজন ঠিকাদারকে উৎকুচের বিনিময়ে ম্যানেজ করে ক্যাচ ম্যাপের নির্ধারিত স্থানে কুটি না বসিয়ে প্রায় ৫০ ফুট দুরে বসানো হয়। এতে ওই এলাকার মাফু মিয়াসহ কয়েকটি পরিবার বিদ্যুত সুবিধা থেকে বঞ্চিত হয়। ফলে মাফু মিয়া ম্যাপের বাহিরে কুটি বসালে উনার জমির উপর দিয়ে কুটি যেতে দিবেনা মর্মে আপত্তি দেন। এই আপত্তির তোয়াক্ষা না করে জনৈক প্রভাবশালীর নেতৃত্বে জোর পুর্বক কুটিঁ বসানো ও তার টানার কাজ শেষ করে ঠিকাদারের লোকজন। ফলে বিদ্যুত সুবিধা থেকে বঞ্চিত হয়ে পড়ে ওই পরিবার। বিষয়টি নবীগঞ্জ জোনাল অফিস ও হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির শায়েস্তাগঞ্জে অফিসকে অবহিত করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর