,

নবীগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সভা

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পইন (২য় রাউন্ড) উপলক্ষে গতকাল বৃহস্প্রতিবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে আগামী ৯ ফেব্রুয়ারী রোজ শনিবার নবীগঞ্জ উপজেলায় ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে এ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র এমটি ইপিআই অজিদ কুমার দাশের সঞ্চালনায় সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সভার সভাপতি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র প.প. কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা তিনি তার বক্তব্যে বলেন আগামী ৯ ফেব্রুয়ারি ক্যাম্পেইনের মাধ্যমে ৬-১১ মাস বয়সী শিশুকে নীল রঙের ও ১২-৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের এ ক্যাপসুল খাওয়ানো হবে। অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা এবং ভিটামিন এ দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আতাউল গনি ওসমানী বলেন আমাদের দেশকে উন্নত রাষ্ট্র হিসাবে পেতে হলে আজকের শিশুরাই আগামী দিনে ওই শিশু বাচ্চারা রাষ্ট্র পরিচালনা ভূমিকা রাখবে। তাই আমরা সবাই শিশু বাচ্চাদের ভিটামিন ‘এ’ প্লাস এবং বিশেষ করে ছোট মাছসহ প্রাকৃতিকভাবে বিভিন্ন ধরণের ভিটামিন তাদের খেতে দিতে হবে। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চনন কুমার সানা। ভিটামিন ‘এ’ সহ চিকিৎসার বিভিন্ন বিষয়াধী নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা: আব্দুস সামাদ  অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, প্রজাতপুর জামে মসজিদের খতিব মাও: এস.এম এনামুল, করিমপুর সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার মোঃ কবির উদ্দিন, সেনেটারী ইন্সপেক্টর নুর এ আলম সিদ্দিকী। এছাড়া সভায় নার্সসহ অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলায় প্রতিটি ইউনিয়নে ২৪টি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সদরে ১টি সহ মোট ৩ শত ১৩টি কেন্দ্র রয়েছে। প্রতিটি কেন্দ্র দুইজন করে স্বেচ্ছাসেবী কাজ করবে।


     এই বিভাগের আরো খবর