,

মাধবপুরে শিশু নির্যাতনের ঘটনা ২০ হাজার টাকায় রফাদফা

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে শিশু নির্যাতনের ঘটনা ২০ হাজার টাকায় রফাদফা করা হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনার ঝড় বইছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি জানান, জয় মা শ্যামা শিল্পালয়ের মালিক সৌরভ বণিকের মামা বণিক সমিতির সভাপতি কেশব বনিক স্থানীয় ভাবে প্রভাবশালী হওয়ায় শিশুটির পরিবার আইনি ব্যবস্থা নিতে পারেনি। বিষয়টি শালীসের নামে সমাধান করা হয়েছে। গত বুধবার সন্ধ্যার পর মাধবপুর বাজারের বণিক পট্রির জয় মা শ্যামা শিল্পালয়ে শালীস বৈঠক বসে। এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর অজিত চন্দ্র পাল, ব্যবসায়ী সুজিত রায়, বণিক সমিতির সভাপতি কেশব বণিক প্রমুখ। সবাই মিলে শিশু নির্যাতনকারী দোকান মালিক সৌরভ বণিক কে ২০ হাজার টাকা জরিমানা করেন এবং শিশুটি ও তার বাবার নিকট ক্ষমা চাইতে বলেন। পরে শিশুটির কাছে থেকে একটি ষ্ট্যাম্পে এ ঘটনা আপোষ করা হয়েছে মর্মে একটি লিখিত রাখা হয়। মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, যাদের মধ্যে ঘটনাটি হয়েছে তারা পরষ্পর আত্মীয় স্বজন। একটি আপোষ নামা দিয়ে গেছে। উল্লেখ্য যে, গত রোববার মাধবপুর বাজারের বণিক পট্রির জয় মা শ্যামা শিল্পালয়ের মালিক সৌরভ বণিক উপজেলার আন্দিউড়া ইউনিয়নের বাড়া চান্দুরা গ্রামের মলয় দেবের ছেলে রকি দেব (১৫) কে পিটিয়ে আহত করে। এ ঘটনা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পরলে পুরো উপজেলায় তোলপাড় শুরু হয়।


     এই বিভাগের আরো খবর