,

নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন, প্রার্থীদের ভোট প্রার্থনায় সরগরম মাঠ

মতিউর রহমান মুন্না ॥ প্রথম দফা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১০ মার্চ। নবীগঞ্জে মাঠে-ঘাটে জমে উঠেছে নির্বাচনী উৎসব। মাঠে বিএনপি নেই। তবু প্রতিদ্বন্দ্বিতা আছে। উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ক্ষমতাসীন দলের নেতারা দৌড়ঝাপ করছেন। প্রার্থীদের প্রচার প্রচারণায় তাই সরব নবীগঞ্জ উপজেলার হাটবাজারসহ বিভিন্ন এলাকা। ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত প্রবাসী অধ্যুষিত নবীগঞ্জ উপজেলায় প্রতীক বরাদ্ধের পর পরই ভোট প্রার্থনায় মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। হাট-বাজারসহ বিভিন্ন স্থানে চলছে সভা-সমাবেশ ও উঠান বৈঠক। বসে নেই ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও। চেয়ারম্যান পদে ৬ জন। ভাইস-চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ২ জন প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। ২০ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দের পরপরই প্রচারণায় নেমে পড়েছে প্রার্থীরা। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী থাকলেও এ উপজেলায় রয়েছে স্বতন্ত্র প্রার্থীর ছড়াছড়ি। সবাই সমানতালে চালিয়ে যাচ্ছে প্রচারণা। মাইকে বিভিন্ন প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করে গান বাজানো হচ্ছে। এতে শব্দ দূষনেও অতিষ্ট জনসাধারণ। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এড. আলমগীর চৌধুরী (নৌকা প্রতীক), আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান উপজেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম (ঘোড়া প্রতীক), স্বতন্ত্র প্রাথী সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হাদী গাজির স্ত্রী গাজী খালেদা সারোয়ার (দোয়াত কলম), সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাই (কাপ-পিরিচ), জাতীয় পার্টির হায়দর মিয়া (লাঙ্গল) ও ইসলামী ঐক্যজোট মাওলানা আবু ছালেহ (মিনার)। সাধারণ ভোটারদের সাথে আলাপ করে জানা গেছে, যারা এলাকার উন্নয়ন করবে এমন প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের প্রার্থী নির্বাচিত করতে চান তারা। চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছেন বর্তমান চেয়ারম্যান এড. মোঃ আলমগীর চৌধুরী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম । তবে গেল সংসদ নির্বাচনে মিলাদ গাজীর চমকে একই পরিবারের প্রার্থী গাজী খালেদা সারোয়ারকে নিয়েও থেমে নেই আলোচনা। এ ছাড়া অপর প্রার্থীদের সমর্থকরাও নিজেদের প্রার্থীদের প্রাচরণা করছেন। ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল (টিউবওয়েল), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গতি গোবিন্দ দাশ (তালা), উপজেলা জাপার আহ্বায়ক ডাঃ শাহ আবুল খায়ের (উড়ো জাহাজ), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মুরাদ আহমেদ (লাঙ্গল), আওয়ামীলীগ নেতা আবু ইউসুফ (চশমা), ইসলামী ঐক্যজোটের মনোনীত প্রার্থী মোস্তাক আহমদ ফারকানী (মিনার)। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে রয়েছে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম (হাঁস) ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছইফা রহমান কাকুলি (ফুটবল)।


     এই বিভাগের আরো খবর