,

যুক্তরাজ্য প্রবাসী সজলু মিয়া’র পৃষ্টপোষকতায় হরিনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আলী হাছান লিটন ॥ নবীগঞ্জ উপজেলার ২নং পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের হরিনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত জমকালো আয়োজন ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। হরিনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সুলেমান আহমদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আমিনুল হক এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হরিনগর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী ও উক্ত অনুষ্ঠানের পৃষ্টপোষক মোঃ সজলু মিয়া (মকবুল)। উক্ত অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন বিশিষ্ঠ ব্যবসায়ী আব্দুল আউয়াল। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী শারজান বিবি, সৌদি আরব প্রবাসী সেলু মিয়া, আমিনুল হক ও লিলু মিয়া। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাহমিদা আক্তার দীপা। অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন বাগাউড়া গ্রামের লন্ডন প্রবাসী আকলুজ্জামান, সংরক্ষিত মহিলা সদস্য রুপিয়া বেগম, পি.টি.এ কমিটির সভাপতি রিয়াজ উদ্দিন লেবু, সাবেক সভাপতি আব্দুস সামাদ আজাদ, ইউপি সদস্য আব্দুর রউফ, মতিউর রহমান, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি শাহজাহান উদ্দিন, সমাজ সেবক আলমগীর হোসেন। উক্ত অনুষ্ঠানে স্কুলের ৪০ জন্য কৃতি শিক্ষার্থীদের মধ্যে প্রধান অতিথি সজলু মিয়া (মকবুল) তার নিজ অর্থায়নে স্কুল ড্রেস বিতরণ ও ৩০১ জন শিক্ষার্থীদের মধ্যে ১টি করে কলম, খাতা বিতরণ করেন। এছাড়াও ক্রীড়া প্রতিযোগিতায় উত্তীর্ণদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ ও প্রত্যেক শ্রেণি থেকে ৩ জন করে শিক্ষার্থীদের মেধাবী ও পরিষ্কার পরিচ্ছনতা পুরষ্কার প্রদান করেন। এসময় ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ, পি.টি এর কমিটির পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা স্বারক প্রদান ও বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও ম্যানেজিং কমিটির নেত্রীবৃন্দের মধ্যে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী সজলু মিয়া (মকবুল) বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবে। তাই তাদেরকে সু-শিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠতে হবে। এ ধরনের প্রতিযোগীতা অব্যাহত থাকলে ছাত্র-ছাত্রীরা লেখাপড়ায় মনযোগী হবে। আমি এলাকার শিক্ষাক্ষেত্রে আমার সার্বিক সহযোগিতা সবসময় অব্যাহত রাখব।


     এই বিভাগের আরো খবর