,

বাহুবলের কৃষক হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

জুয়েল চৌধুরী ॥ বাহুবলের মিঠাপুরে কৃষক আব্দুল লতিব (৫০) হত্যা মামলায় মানিক মিয়া (৩৫) নামের একজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুুপুর ১ টায় হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়েরা জজ এসএম নাসিম রেজা এ দন্ডাদেশ প্রদান করেন। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দু’বছরের কারাদন্ড দেয়া হয়। তবে এ রায়ে বাদী সন্তুষ্ট নয়। আব্দুল লতিব ওই গ্রামের আব্দুল আজিদের পূত্র এবং দন্ড প্রাপ্ত মানিক মিয়া ওই গ্রামের আফতাব উদ্দিনের পুত্র। মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ১লা সেপ্টেম্বর সকাল ১১টার দিকে বাহুবল উপজেলার মিঠাপুকুর গ্রামের মৃত আজিদ মিয়া পুত্র আব্দুল লতিব ধান কাটার জন্য জমিতে যাচ্ছিলেন এ সময় আসামী মানিক মিয়া, মুখলেছ মিয়াসহ একদল লোক পূর্ব বিরোধ জের ধরে দেশীয় অস্ত্র দিয়ে তাঁর উপর হামলা চালায়। এক পর্যায়ে মানিক মিয়া লতিবের বুকে গাই মারে এতে তিনি আহত হন। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৪ সেপ্টেম্বর তিনি মারা যায়। এ ঘটনায় নিহত আব্দুল লতিবের পূত্র আব্দুল মন্নান মানিক মিয়াসহ ১২ জনের নামে বাহুবল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তৎকালিন বাহুবল থানার এসআই শাহ নাছির উদ্দিনকে তদন্তের দায়িত্ব দেয়া হয়। তিনি মামলাটি তদন্ত করে একই বছরের ১৯ ডিসেম্বর ১২ জনকেই আসামী করেই প্রতিবেদক দাখিল করেন। আদালত ২০ জন স্বাক্ষীর মধ্যে ১৬ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহন শেষে বৃহস্পতিবার এই রায় প্রদান করেন। এদিকে বাদী মন্নান জানান, তার পিতা হত্যা মামলায় ন্যায় বিচার পাননি। তিনি আসামীর মৃত্যুদন্ড হওয়ার জন্য উচ্চ আদালতে আপিল করবেন। এদিকে আসামী পক্ষের লোক জানান, তারা আদালতে ন্যায় বিচার পেয়েছেন। তবে মানিক মিয়ার জন্য আপিল করা হবে। রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা অতিরিক্ত পিপি আব্দুল আহাদ ফারুক ও সালেহ উদ্দিন আহমেদ।


     এই বিভাগের আরো খবর