,

SAMSUNG CAMERA PICTURES

হবিগঞ্জে স্বামীর হামলায় এক গৃহবধু মৃত্যু পথযাত্রী

নিজস্ব প্রতিনিধি ॥ শহরতলীর গোবিন্দপুরে আইফিএল খেলায় বাজিতে হেরে ক্ষিপ্ত হয়ে জোয়ারী স্বামীর হামলায় রুনা আক্তার (২৫) নামে এক গৃহবধু মৃত্যু পথযাত্রী। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। আহত সুত্রে জানা যায়, শহরের সুলতান মাহমুদপুর এলাকার আলফু মিয়ারা কন্যাকে বিয়ে দেয়া হয় গোবিন্দপুর গ্রামের আব্দুস শহিদের পুত্র আলমগীরের সাাথে। দাম্পত্য জীবনে তাদের দু’টি সন্তান জন্ম গ্রহন করে। সম্প্রতি আলমগীর আইফিএল খেলায় আসক্ত হয়ে পরে প্রায় রাতেই সে টাকা দিয়ে আইফিএলে বাজি ধরে কোন দিন জিতে আবার কোন দিন হারে। গত বুধবার রাতে আইপিএল খেলায় মোটা অংকের টাকা বাজি ধরে হেরে যায়। এতে তার মাথা গরম হয়ে বৃস্পতিবার সকালে স্ত্রী রুনা আক্তার তার স্বামীকে বাজার সওদা আনতে বলে। এতে আলমগীর ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে কুপিয়ে আহত করে। পরে তার শোর চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। এলাকাবাসীদের অভিযোগ হবিগঞ্জ শহরের গোবিন্দপুর, রামপুর, মাছুলিয়া, চৌধুরী বাজার, শায়েস্থানগর, পশ্চিম এড়ালিয়া, কাকিয়ার আব্দার, ২নং পুল, উত্তর তেঘরিয়া, শ্বশাণঘাট, রাজনগর বাইপাস, কিবরিয়া ব্রীজ, সাইফুর রহমান ব্রীজ, খোয়াইনদীর পাড়সহ বিভিন্ন এলাকায় এক শ্রেণীর চায়ের দোকানদাররা টিভি দেখিয়ে আইপিএল খেলার নামে জুয়ার আসর বসায়। আর এই খেলায় অংশ গ্রহন করে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনেকেই বাজিতে হেরে গিয়ে চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। এ ছাড়া আগামী ১লা এপ্রিল শুরু হতে যাচ্ছে উচ্চ মাধ্যমিক ও সমমান পরিক্ষা। এই আইপিএল খেলার কারণে শিক্ষার্থীরা পড়াশুনা বাদ দিয়ে আইপিল খেলায় অংশ গ্রহন করছেন। তাই এলাকাবাসীর দাবি প্রশাসনের হস্থক্ষেপে এই খেলা বন্ধ হলে শিক্ষার্থীরা আর বিপদগামী হবে না।


     এই বিভাগের আরো খবর