,

নবীগঞ্জে সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র তন্ময় নিহত

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে কুর্শি ইউনিয়নের বাংলাবাজার জাঙ্গাল পাড়ায় অবস্থিত সোনার বাংলা মডেল হাইস্কুলের প্রাথমিক শাখায় অধ্যয়নরত দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী তন্ময় বৈশ্য (৮) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। গতকাল সকাল ১১ ঘটিকায় নবীগঞ্জ-শেরপুর সড়কের বাজকাশারা নামক স্থানে একটি বাসের নীচে চাপা পড়ে ঘটনাস্থলে সে নিহত হয়। এ নিয়ে বাংলাবাজার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, উপজেলার বাউশা ইউনিয়নের বাউশা গ্রামের সুমিত বৈশ্যর একমাত্র পুত্র তন্বয় বৈশ্যকে তার মা স্কুল শিক্ষিকা শক্তি দেব উপজেলা সদর থেকে একটি সিএনজি (অটো রিক্সায়) করে বাংলাবাজার ফেরার পথে দুর্ঘটনা কবলিত হয়। নবীগঞ্জ-শেরপুর সড়কের বাজকাশারা নামক স্থানে সিলেটগামী একটি বাস সিএনজিকে চাপা দেয়। এসময় সিএনজিতে অবস্থান করা তন্ময় বৈশ্য পড়ে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়। গুরুতর আহত তন্ময় বৈশ্য (৮) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নিহত তন্ময়ের আত্বীয় স্বজন, এলাকার লোকজন এবং স্কুলের প্রতিষ্ঠাতা ও শিক্ষকবৃন্দ হাসপাতালে যান। এসময় তন্ময়ের মা বাবার আর্তনাদে হাসপাতালে এক হৃদয় বিদারক দৃশ্যেও অবতারণা হয়। পরে পারাবারিক সম্মতিক্রমে লাশের পোষ্টমর্টেম ছাড়াই তাকে জন্মস্থান বাউশা গ্রামে দাহ করা হয়। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট গতিগোবিন্দ দাশ, বাউশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সিদ্দিক, সোনার বাংলা মডেল হাইস্কুলের প্রতিষ্ঠাতা ও পৃষ্টপোষক সাংবাদিক এম এ বাছিত, বিদ্যালয়ের শিক্ষক বৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন। মেধাবী শিক্ষার্থী তন্ময়ের অকাল মৃত্যুতে সোনার বাংলা মডেল হাইস্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ ছাড়াও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।


     এই বিভাগের আরো খবর