,

বানিয়াচংয়ে ইউএনও’র হস্তক্ষেপে গীতাশিক্ষা নিয়ে সনাতন ধর্মের দু’পক্ষের বিরোধ নিস্পত্তি

আনোয়ার হোসেন ॥ বানিয়াচং শ্রী শ্রী জয়কালীবাড়ি মন্দিরে ষষ্ঠীপূজা চলাকালীন সময়ে শিশুদের গীতাপাঠ শিক্ষা দেয়া নিয়ে প্রভূ অর্জুন আচার্য ও কালীবাড়ি কার্যনির্বাহী কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তাপষ কৃষ্ণ মহারতেœর মধ্যকার বিরুধ নিস্পত্তি করেছেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার। বিরোধ সফল ও সুন্দরভাবে  নিস্পত্তি করায় ইস্কনের পক্ষ থেকে গীতাগ্রন্থ উপহার দেয়া হয়। এ সময় ইউএনও পর্যবেক্ষনে বলেন, কোন ধর্ম নিয়ে কটুক্তি, বাধাদান আইনগত দন্ডনীয় অপরাধ। কিন্তু বিষদ পর্যালোচনায় দেখা গেছে বিষয়টি নিসক ভূল বুঝাবুঝি। তাই উভয় পক্ষকে মিলিয়ে দেয়া হলো। বিরোধ নিস্পত্তিকালে ইউএনও বলেন, কালীবাড়ি কমিটির সভায় পরবর্তী সিদ্ধান্তের আগ পর্যন্ত প্রতি বৃহস্পতিবার সনাতন ধর্মের শিশুদের গীতাপাঠ শিক্ষা দিবেন ইস্কন সদস্য গীতাপাঠ শিক্ষক বা প্রভূ। এ সময় উপস্থিত ছিলেন কালীবাড়ি কমিটির সভাপতি প্রনব কৃষ্ণ মহারতœ, সেক্রেটারী মাধব দেব, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি স্মৃতি চ্যাটার্জি কাজল, প্রবীন শিক্ষক তপন ভট্রাচার্য, কৃষ্ণ দেব, আইডিয়াল কলেজের অধ্যক্ষ স্বপন কুমার দাশ, মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ, প্রেসক্লাব সেক্রেটারী ইমদাদুল হোসেন খান, জিসু দেব, গৌতম পান্ডে, শংকর দেব, রিপন দেবসহ ইস্কনের একাধিক সদস্য। উল্লেখ্য গত বৃহস্পতিবার বানিয়াচং জয়কালীবাড়ি মন্দিরে ষষ্ঠীপূজা চলাকাালীন সময়ে শিক্ষক অর্জুন শিশুেেদর গীতা শিক্ষা দিতে যান। এ সময় তাপষ কৃষ্ণ মহারতœ বলেন, মাইক ও পূজা অর্চনার শব্দের কারনে বাচ্চারা গীতা ধিক্ষা নিতে সমস্যা হবে। তাই তিনি অর্জুনকে অন্যত্র ক্লাস নিয়ে অনুরোধ জানান। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন অর্জুন ও তার সহযোগীরা। ইউএনও বরাবরে গীতাপাঠে বাধা দেয়ার অভিযোগ এনে স্বারকলিপি দেন এবং মঙ্গলবার প্রতিবাদী মানব বন্ধন করেন। মানব বন্ধনে ইস্কনের সদস্যসহ স্থানীয় সনাতন ধর্মের বেশকিছু  লোকজন অংশ গ্রহন করেন।


     এই বিভাগের আরো খবর