,

নবীগঞ্জ পৌরসভা কর্তৃক পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মিড ডে মিল বক্স বিতরণ কর্মসূচি সমাপ্ত

নিজস্ব প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভা কর্তৃক মিড ডে মিল বক্স বিতরণ কর্মসূচি আজ সমাপ্ত হয়েছে। ইতোমধ্যে পৌর এলাকার ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মিড ডে মিল বক্স বিতরণ করা হয়েছে। গত ৮ এপ্রিল নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পৌর এলাকার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে, ১০ এপ্রিল ৭টি শিক্ষা প্রতিষ্ঠানে, ১৫ এপ্রিল ৭টি শিক্ষা প্রতিষ্ঠানে, ১৬ এপ্রিল ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে এবং অদ্য ১৮ এপ্রিল ২০১৯ খ্রিস্টাব্দ বৃহষ্পতিবার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের মাঝে ‘মিড ডে মিল বক্স’ বিতরণ করেন। গতকালের প্রতিষ্ঠানগুলো হলো- নবীগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাহফিজুল কোরআন নূরানী একাডেমী, আরমান উল্লাহ ইসলামিক একাডেমী এন্ড হাইস্কুল এবং নবীগঞ্জ মডেল হাইস্কুল এন্ড কিন্ডার গার্টেন। মিড ডে মিল বক্স বিতরণের সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ এটিএম সালাম, প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল,  কাউন্সিলর ও সময় পত্রিকার সম্পাদক মোঃ আলাউদ্দিন, তাহফিজুল কোরআন নূরানী একাডেমী পরিচালনা কমিটির সভাপতি মোঃ শাহজাহান সিরাজী, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক/মুহতামিম/অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষক/শিক্ষিকাবৃন্দ, পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা শেখ মোঃ জালাল উদ্দিন, মোঃ নজরুল ইসলাম, উৎফল চৌধুরী, আজিজুর রহমান নবাব, ইউপি সচিব মোঃ আব্দুল আহাদ, পৌরসভার প্রধান সহকারী সরাজ মিয়া, টিকাদান সুপারভাইজার এলেমান আহমেদ চৌধুরী, ওয়াহিদুজ্জামান জুয়েল প্রমুখ। প্রধান অতিথির বক্তৃতায় পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী ‘মিড ডে মিল বক্স’ বিতরণের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘ছাত্রছাত্রীরা যেনো নিজ নিজ বাসা থেকে খাবার নিয়ে আসতে পারে এবং বাইরের খাবার না খেতে পারে সেই জন্যই পৌরসভার পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীরা যদি এখন থেকে ঝাল মুড়ি, আইসক্রিম, বিস্কুট ইত্যাদি জাংকফুড না খেয়ে বাড়ি থেকে মিড ডে মিল বক্সে করে টিফিনের খাবার নিয়ে আসে তাহলেই আমাদের এই উদ্যোগ সফল হবে বলে আমি মনে করি।’ এছাড়াও ছাত্রছাত্রীর সঠিকভাবে লেখাপড়া করে সৎ, যোগ্য ও আদর্শবান মানুষ হবে বলে পৌর মেয়র তাঁর বক্তৃতায় আশাবাদ ব্যক্ত করেন।


     এই বিভাগের আরো খবর