,

যুবসমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নাই- মিলাদ গাজী এমপি

সংবাদদাতা ॥ নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য শাহ নেওয়া মিলাদ গাজী এমপি বলেছেন,  যুবসমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নাই। মাদকের অভিশাপ থেকে সমাজকে মুক্তি দিতে খেলাধুলা একটি বিশেষ ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও খেলাধুলাকে ভালবাসেন এবং সর্বদা যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত হতে উৎসাহ দেন। তিনি সম্প্রতি নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বানিউন, রমজানপুর, মোকামপাড়া, মধ্যসমত ৪ গ্রামের পঞ্চায়াতি খেলার মাঠ পরিদর্শনকালে উপস্থিত গ্রামবাসীদের উদ্দ্যেশ্যে উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন, ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ পরিদর্শক সামছুদ্দিন খাঁন, ইনাতগঞ্জ আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালিক, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান মখলুছ মিয়া, প্রধান শিক্ষক বদরুল আলম, ইনাতগঞ্জ ডিগ্রী কলেজের গভর্নিং বডি সদস্য তাহির উদ্দিন, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ খছির আলীসহ ৪ গ্রামের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। এ সময় সংসদ সদস্য মিলাদ গাজী মাঠ উন্নয়নে অনুদান দেয়ার ঘোষণা করেন।


     এই বিভাগের আরো খবর