,

হবিগঞ্জে নিম্নমানের ও পচা-বাসি বিস্কুট খোলা আকাশের নীচে স্বল্প মুল্যে বিক্রি

বিস্কুট খেয়ে ডায়েরিয়া, আমাশয়সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় নিম্নমানের ও পচা-বাসি বিস্কুট খোলা আকাশের নীচে স্বল্প মুল্যে বিক্রি করা হচ্ছে। এ সব বিস্কুট গ্রাম গঞ্জ থেকে আসা সহজ সরল মানুষ খেয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। চৌধুরী বাজার কাচামাল হাটার প্রবেশ পথে সরেজমিনে গিয়ে দেখা যায়, ২/৩ জন ব্যবসায়ী খোলা আকাশের নীচে বিভিন্ন জাতের বিস্কুট সাজিয়ে বিক্রি করছেন। প্রতি কেজি বিস্কুট ৫০/৬০ টাকা, ডাই কেক ৬০/৭০ টাকা এবং টুস্ট ৪০/৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। আর এসব বিস্কুট গ্রামের সাধারণ মানুষ না বুঝে ক্রয় করছেন। অথচ উন্নতমানের দোকানে ওই বিস্কুট সাধারণত ১৫০/২০০ টাকায় বিক্রি হচ্ছে। খোলা বাজারের যেসব বিস্কুট বিক্রি হচ্ছে মোড়ক ও মেয়াদহীন। এর এসব বিস্কুট খেয়ে সাধারণ মানুষ ডায়েরিয়া, আমাশয়সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে শিশুরাই বেশি। নাম প্রকাশে অনিচ্ছুক দুই বিস্কুট ব্যবসায়ী জানান, বিভিন্ন বেকারীর মেয়াদ উত্তীর্ণ বিস্কুট তারা স্বল্প মুল্যে এনে এখানে বিক্রি করছেন।


     এই বিভাগের আরো খবর