,

লাখাইয়ে পচা-বাসি খাবার বিক্রি, ৮ প্রতিষ্ঠানকে সাড়ে ১১ হাজার টাকা জরিমানা

লাখাই প্রতিনিধি ॥ ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে লাখাইয়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পচা-বাসি খাবার রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, ওজনে কম দেয়া ও অধিক মুনাফা আদায়ের অভিযোগে ৮টি প্রতিষ্ঠানকে সাড়ে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে পচা-বাসি বিভিন্ন ধরণের খাবার ধ্বংসও করা হয়। গতকাল বুধবার বিকেলে লাখাই উপজেলার বুল্লা বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রমমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন- লাখাই উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বোরহান উদ্দিনসহ লাখাই থানার একদল পুলিশ। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রমমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার বলেন, পবিত্র রমজান মাসে খাদ্যদ্রব্যে ভেজাল ও পচা-বাসি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়েছে। তিনি আরো বলেন, অভিযানকালে দেখা যায়, পচা-বাসি খাবার মজুত রাখা হয়েছে। যা নতুন তৈরি করা খাবারের সঙ্গে মিশিয়ে বিক্রি করা হতো। এরকম ৮টি প্রতিষ্ঠানকে সাড়ে ১১ হাজার টাকা জরিমানা করি। অভিযানের পাশাপাশি হাই কোর্ট থেকে নিষিদ্ধ নিম্নমানের ৫২টি খাদ্য পণ্য বিক্রি না করতে ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করি।


     এই বিভাগের আরো খবর