,

এলাকায় গাড়ী ঢুকার আগে চাঁদা দিতে হয় চেয়ারম্যান হারুনকে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের আউশকান্দি ইউনিয়নের পারকুল গ্রামে অবস্থিত বিবিয়ানা বিদ্যুৎ পাওয়ার প্লান্টে কোন কোম্পানীর গাড়ী ঢুকতে হলে ওই স্থানীয় ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান হারুনের সিন্ডিকেটকে দিতে হয় চাঁদা। এমন অভিযোগ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। এমনকি কোম্পানী কর্তৃক চেয়ারম্যানের নিজ নামীয় একাউন্টে টাকা জমা দেয়ার রিসিটের কপিও পাওয়া গেছে। সূত্র জানায়, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পারকুল গ্রামে অবস্থিত বিবিয়ানা বিদ্যুৎ পাওয়ার প্লান্ট থেকে বিদ্যুৎ উৎপাদন হয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। পাওয়ার প্লান্টের বিভিন্ন প্রকল্পে কন্ট্রাকে কাজ করে বিভিন্ন কোম্পানীর ঠিকাদারী প্রতিষ্ঠান। এমনি এক প্রজেক্টে এমএম আই লজিষ্টিক এর গাড়ী পাওয়ার প্লান্টের প্রবেশ করতে বাঁধা দেয় স্থানীয় ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান হারুনের নেতৃত্বাধীন একটি সিন্ডিকেট। পরে তাদের সাথে চুক্তি হয় ওই এলাকায় গাড়ী প্রবেশ করতে হলেই আগে চেয়ারম্যানের একাউন্টে চাঁদা পাঠাতে হবে। তাদের চুক্তি মতো প্রতি মাসে আউশকান্দির সৈয়দপুর পূবালী ব্যাংক শাখায় চেয়ারম্যানের নিজ নামীয় একাউন্টে টাকা পাঠায় কোম্পানী। গত ১১-০৩-২০১৯ইং তারিখে কোম্পানী কর্তৃক প্রেরিত ২৪ হাজার টাকার একটি জমা রিসিট এর কপি রয়েছে এ প্রতিবেদকের কাছে। এ ব্যাপারে জানতে একাধীকবার চেষ্টা করেও চেয়ারম্যান মুহিবুর রহমান হারুনের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।


     এই বিভাগের আরো খবর