,

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলাই সরকারের ভিশন- প্রতিমন্ত্রী এড. মাহবুব আলী এমপি

মোঃ সুমন আলী খাঁন ॥ বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এড. মাহবুব আলী এমপি বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়নের জন্য কাজ করছে। উন্নয়ন কাজে যদি কেউ অনিয়ম দুর্নীতি করে তাহলে সেখানে জিরো ট্রলারেন্স নীতিতে ব্যবস্থা নেয়া হবে। সরকার গরীব-দুখী মানুষের মুখে হাসি ফুটানোর জন্যে কাজ করছে। বিমান বন্দরে এখন আর যাত্রীদের হয়রানি করা হয় না। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় না ১৫ মিনিটের মাধ্যমেই চেকআপ করা হয়। কোন সন্দেহভাজন ছাড়া কোন যাত্রীকে চেকআপ করা হয়না। আগামীতে সিলেটে বিশেষ পর্যটন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। প্রতিমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠিত মূল্যবোধ বাস্তবায়নের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলাই সরকারের ভিশন। জননেত্রী শেখ হাসিনা এরই মধ্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে সমাজের অবহেলিত অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন। বাংলাদেশের প্রতিটি কমিউনিটি ক্লিনিকে বর্তমানে বিভিন্ন ধরনের ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়। গতকাল রবিবার নবীগঞ্জ উপজেলার বদরদি গ্রামে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে দাইমুদ্দিন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। তিনি বলেন, সমাজের সবার ন্যায্য ও প্রাপ্য অধিকার প্রতিষ্ঠিত না হলে সমাজে কাড়িখত শান্তি ও নিরাপত্তা নিশ্চিত হবে না। বর্তমান সরকার সবার ন্যায্য ও প্রাপ্য অধিকার নিশ্চিত করতে কাজ করছে। উন্নত বাংলাদেশ এখন আর কেবল স্বপ্ন নয়, এখন তা বাস্তব। দেশকে এগিয়ে নিতে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রতিমন্ত্রী সমাজের বিত্তবানদের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, দরিদ্র মানুষকে সহায়তা করা সমাজের বিত্তবান মানুষদের নৈতিক দায়িত্ব। আমাদের সবারই এ দায়িত্ব পালনে সচেতন থাকতে হবে। হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আব্দুল মজিদ খান, হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এম.এ মুনিম চৌধুরী বাবু, হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য এড. আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া, হবিগঞ্জের স্থানীয় সরকারের উপ-পরিচালক নুরুল ইসলাম, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন-হাসান, হবিগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, দৈনিক খোয়াই পত্রিকার সম্পাদক শামীম আহসান চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ও বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিক, যুক্তরাজ্য লেবার পার্টির নেতা বদরদি দাইমুদ্দিন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ফয়ছল হোসেন চৌধুরী এমবিই। স্বাগত বক্তব্য রাখেন, বদরদি দাইমুদ্দিন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জুনেদ হোসেন চৌধুরী। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান সত্যজিৎ দাশ, ৭নং ইউপি চেয়ারম্যান ছাইম উদ্দিন, নবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু প্রমূখ। অনুষ্টান পরিচালনা করেন, উপজেলা ছাত্র সমাজের সভাপতি চৌধুরী এম.এম স্বপন। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তিলাওয়াত করেন হাফেজ ক্বারী আলমগীর হোসেন। ইসলামী সংগীত পরিবেশনা করেন মামুনুর রশীদ।


     এই বিভাগের আরো খবর