,

চুনারুঘাটে দ্বিতীয় স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

জুয়েল চৌধুরী ॥ চুনারুঘাটে দ্বিতীয় স্বামীর হাতে রিনা আক্তার (৩০) নামের এক গৃহবধু খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে স্বামী ফরিদ মিয়া পলাতক রয়েছে। গতকাল বুধবার দুপুরে চুনারুঘাট থানার এসআই মোঃ জাহাঙ্গীর আলম, চুনারুঘাট পৌর এলাকার বাল্লা রোডের একটি বাসা থেকে রিনার লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। রিনা ও ফরিদ ওই বাসায় ভাড়া থাকত। সে চুনারুঘাট উপজেলার আদমপুর গ্রামের আব্দুস সাত্তারের কন্যা। রিনার ভাই ব্যবসায়ী সোহেল মিয়া জানান, রিনাকে বিয়ে দেয়া হয় পনারগাঁও গ্রামের প্রবাসী আব্দুল মন্নানের সাথে। তাদের কোলজুড়ে দুইটি কন্যা ও একটি পুত্র সন্তান জন্ম গ্রহণ করে। সম্প্রতি নাসিরনগর উপজেলার আতুকুড়া গ্রামের রাজমিস্ত্রি ফরিদ মিয়ার সাথে রিনার পরকিয়া সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে লম্পট ফরিদ মিয়া রিনাকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে। তার পূর্বে স্বামী ও সন্তান রিনাকে হারিয়ে মানসিক ভাবে ভেঙ্গে পড়ে। এদিকে রিনা পূর্বের সংসারের মায়া ত্যাগ করে চুনারুঘাট বাল্লা রোড এলাকার সিনেমা হলের পাশে একটি বাসা ভাড়া নিয়ে ফরিদকে নিয়ে সংসার শুরু করে। অভাব অনটনের সংসারে রিনা একই এলাকার মানিক মিয়ার হোটেলে বাবুর্চির কাজ নেয়। গতকাল বুধবার রিনা মানিক মিয়ার হোটেলে কাজে না যাওয়ায় মানিক মিয়া তার ঘরে এসে দেখে রিনা খাটের উপরে পড়ে রয়েছে দেখেন এবং স্বামী ফরিদকে খুজে পাননি। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে। সোহেল আরও জানায়, প্রায়ই তাদের মাঝে ঝগড়া হত। কিন্ত রিনা তাদের অবাধ্য হওয়ায় তার বিষয় এড়িয়ে যেত। ফরিদ তার বোনকে গত মঙ্গলবার রাতের কোন এক সময় শ্বাসরোধ করে হত্যা করে। এ ব্যাপারে এসআই জাহাঙ্গীর আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রিনাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ও ফরিদকে ধরার পর মৃত্যুর আসল রহস্য উদঘাটন হবে। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।


     এই বিভাগের আরো খবর