,

নবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির জরুরী বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নবীগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্দ্যেগে এক জরুরী বর্ধিত সভা গতকাল মঙ্গলবার সকালে পৌর এলাকার হাজারী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ রজব আলীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফুর পরিচালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ মতিউর রহমান পেয়ারা, উপজেলা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বড় ভাকৈর পূর্ব ইউপির চেয়ারম্যান মোঃ আশিক মিয়া, শরফরাজ চৌধুরী, মোঃ আব্দুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ আমির হোসেন, শফিউল আলম বজলু, তোফাজ্জুল হোসেন, পৌর বিএনপির সাবেক আহবায়ক তৌহিদুল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিহাব আহমেদ চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য মজিদুর রহমান মজিদ, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক নুরুল গণি সোহেল, আউশকান্দি ইউপি বিএনপির সভাপতি ছনাওর খান, পানিউমদা ইউপি বিএনপির সভাপতি গোলাম নবী, করগাঁও ইউপি বিএনপির সহ-সভাপতি সজ্জাত মিয়া, সাধারণ সম্পাদক মোস্তাহিদ আহমেদ, কালিয়ারভাঙ্গা ইউপি বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, দেবপাড়া ইউপি বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট জালাল আহমেদ, আউশকান্দি ইউপি বিএনপির সাধারণ সম্পাদক এবাদুর রহমান দারা, বড় ভাকৈর পূর্ব ইউপি বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সালেহ, উপজেলা বিএনপির নেতা আবু ইউসুফ খান, হারুনুর রশীদ, গজনাইপুর ইউপি বিএনপির সাবেক সভাপতি মকসুদ চৌধুরী, বিএনপি নেতা গোলাম ইজদানী শামীম, ইউসুপ আলী, বকুল মেম্বার, পৌর বিএনপি নেতা মাওলানা শুয়েব চৌধুরী, চরগাঁও ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আহাদ চৌধুরী, পৌর বিএনপির প্রচার সম্পাদক অরবিন্দু রায়, দপ্তর সম্পাদক শামীম আহমেদ, মৎস্য বিষয়ক সম্পাদক আব্দুর রউফ রুবেল, যুব বিষয়ক সম্পাদক জুবায়ের আহমেদ, ছাত্র বিষয়ক সম্পাদক আতাউর রহমান চৌধুরী, পৌর বিএনপি নেতা মোঃ তাহিদ মিয়া, মৃদুল কান্তি রায়, আবু ছালেক, হেবলু আহমেদ, আছমত আলী, মির্জহান মিয়া প্রমূখ। সভায় বক্তারা গতকাল মঙ্গলবার বিএনপির এক পক্ষের একটি সভায় জেলা বিএনপির কয়েকজন নেতা অংশ নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন এবং জেলা বিএনপির দায়িত্বশীলদের এ ধরনের আচরণ অনাকাঙ্কিত বলে অভিমত ব্যক্ত করেন। বক্তারা আরো বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনে যারা জোটের প্রার্থী ও ধানের শীষের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তাদের ব্যাপারে সর্তক ও ঐক্যবদ্ধ থাকাতে হবে এবং বেগম জিয়ার মুক্তির আন্দোলনসহ আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সভায় ছাত্রদল নেতা রায়েছ আহমেদ চৌধুরীকে মিথ্যা মামলায় গ্রেফতারেরও নিন্দা জানানো হয়।


     এই বিভাগের আরো খবর