,

ইউএনও’র কাছে অভিযোগ করলেন আঃ হান্নান চৌধুরী

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ভূমির রোপনকৃত চারাগাছ স্থানীয় ইউপি সদস্য কর্তৃক কর্তনের ঘটনায় উপজেলা এ্যাসিল্যান্ডের নিকট অভিযোগ দেয়া হয়। কিন্তু ক্ষিপ্ত হয়ে গাছ কর্তন কারীরা উল্টো হুমকি ও মান সম্মান নষ্ট করায় নিরুপায় হয়ে আব্দুল হান্নান চৌধুরী নামের বৃদ্ধ লোক ইউএনও বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সুত্রে প্রকাশ, নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের ইনামবাঐ গ্রামের মৃত আব্দুল মন্নান চৌধুরীর পুত্র মোঃ আব্দুল হান্নান চৌধুরীর বাড়ির পূর্ব পার্শ্বে রাস্তার নিকটের রোপনকৃত বিভিন্ন প্রজাতির প্রায় দেড় শত চারাগাছ কেটে ফেলেন একই ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য লোকমান উদ্দিন। এ ঘটনার প্রতিকার চেয়ে আব্দুল হান্নান গত ২৭ জুন নবীগঞ্জ উপজেলা এ্যাসিল্যান্ড বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। এতে আরো ক্ষিপ্ত হয়ে ইউপি সদস্য লোকমান উদ্দিন তার এলাকার পলাশ নামের লোককে দিয়ে আব্দুল হান্নান চৌধুরীর বিরুদ্ধে নবীগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তার বরাবর অভিযোগ দায়ের করান। তার এই অভিযোগের প্রেক্ষিতে আব্দুল হান্নান চৌধুরী ও গত ১৬ জুলাই ইউপি সদস্য লোকমান উদ্দিনের বিরুদ্ধে ইউএনও বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এতে তিনি উল্লেখ করেন, লোকমান উদ্দিন তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তার মান সম্মান ক্ষুন্ন করতে এমন অভিযোগ দায়ের করেছে। এমনকি তিনি বর্তমানে তার হুমকির ফলে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। মামলা সূত্রে প্রকাশ লোকমান উদ্দিন ইউপি সদস্য হওয়ার পর ওই ইউনিয়নের দক্ষিনগাঁও গ্রামের আছকর উল্লার কন্যা সুজি বেগমের দায়ের করা নারী শিশু মামলায় সে দীর্ঘদিন কারাভোগ শেষে জামিনে এসেছে এবং শান্তিপুর গ্রামের মিজাজ মিয়ার কন্যা রুহেনা বেগমের মামলায় সে অন্যতম আসামী রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে ইউএনও’র নিকট দাবী জানান আব্দুল হান্নান চৌধুরী।


     এই বিভাগের আরো খবর