,

hdr

নবীগঞ্জের ইউপি চেয়ারম্যান এড. জাবেদ আলী আর নেই, জানাজায় হাজারো মানুষের ঢল

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড. মাছুম আহমেদ জাবেদ আলী। গতকাল বুধবার সকাল ৬টায় স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইউপি চেয়ারম্যান এড. মাছুম আহমেদ জাবেদ আলী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাকে এক নজর দেখতে তার বাড়িতে সর্বস্তরের মানুষের ঢল নামে। বিকাল সাড়ে ৫টায় দেবপাড়া ইউনিয়নের স্থানীয় সদরঘাট নতুন বাজারে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে বিভিন্ন শ্রেণী-পেশার হাজারো মানুষের ঢল নামে। জানাজার নামাজের পূর্বে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন হাসান, নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী, নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. আবুল ফজল, হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির সভাপতি এড. বদরু মিয়া, সাধারণ সম্পাদক এড. রুহুল হাসান শরিফ, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবুল খায়ের, প্রয়াত এমপি ফরিদ গাজী তনয় সিলেট মহানগর আওয়ামীলীগ নেতা গাজী জাফর সাদেক কয়েছ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওঃ আশরাফ আলী, হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য এড. সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিক, ৫নং ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন, ৮নং সদর ইউনিয়নের চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু, সাবেক চেয়ারম্যান আ ক ম ফকরুল ইসলাম কালাম, নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম, মরহুমের প্রথম পুত্র মোঃ সুমন আলীসহ অনেকেই। জানাজায় উপস্থিত ছিলেন, ৩নং ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ, ৬নং ইউপি চেয়ারম্যান আলী আহমেদ মুসা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী সেফু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, এড. মুজিবুর রহমান কাজল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির সভাপতি মুরাদ আহমদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ আহমদ আজাদ, নবীগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি আলী হাছান লিটন, জাপা নেতা নুরুল হক তুহিনসহ হবিগঞ্জ বারের এডভোকোট গণ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, সুশীল সমাজের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জানাজা শেষে তাঁকে পারীবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ৪ মেয়ে ও নাতি নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ইউপি চেয়ারম্যান এডভোকেট মাছুম আহমেদ জাবেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানান, নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য শাহ্ নওয়াজ মিলাদ গাজী, হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এক শোক বার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।


     এই বিভাগের আরো খবর