,

নবীগঞ্জের চাঁদসী চিকিৎসক মিহি সরকারের শ্রাদ্ধনুষ্টান অনুষ্ঠিত

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের বার বারের অর্থ সম্পাদক সদা হাস্যজ্বল নবীগঞ্জ বাজারের চাদঁসী ক্ষত  চিকিৎসালয় এর সত্ত্বাধিকারী বিশিষ্ট চিকিৎসক ডাঃ মিহির লাল সরকার এর শ্রাদ্ধানুষ্টান গতকাল সোমবার দুপুরে মধ্য বাজারস্থ বাসভবনে বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। শ্রাদ্ধানুষ্টানে পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠিনক সম্পাদক রিজভী আহমদ খালেদ, আখড়া পরিচালনা কমিটির সাবেক সভাপতি সুবিনয় কর, উপজেলা রামকৃষ্ণ সংঘের সাবেক সভাপতি অশোক তরু দাস, সাবেক সাধারণ সম্পাদক উৎপল চৌধুরী পান্না, নিরঞ্জন দাশ, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি সুখেন্দু রায় বাবুল, উপজেলা রামকৃষ্ণ সংঘের অর্থ সম্পাদক প্রমথ চক্রবর্ত্তী বেনু, উপজেলা সৎসঙ্গের সভাপতি ডাঃ মৃনাল কান্তি দাশ বাদল, সাধারণ সম্পাদক ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, পৌর পুজা উদযাপন কমিটির সভাপতি প্যানেল মেয়র বাবুল চন্দ্র দাশ, আখড়া কমিটির সাধারণ সম্পাদক বিধান ধর, যুগ্ম সম্পাদক গৌতম কুমার রায়, ইসকনের সাধারণ সম্পাদক যুবরাজ গোপ, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শৈলেন চন্দ্র দাশ, উপজেলা সৎসঙ্গের সাবেক সভাপতি অজিত কুমার দাশ, বিধু ভুষন গোপ, তাপস চন্দ্র বনিক, রাখাল চন্দ্র দাশ, মৃম্ময় কান্তি দাশ বিজন, ডাঃ নরেশ দাশ,  সৎসঙ্গের সহ-সভাপতি  রসময় শীল, শিক্ষক নিখিল সুত্রধর, শিক্ষক সুব্রত দাশ, শিক্ষক গৌর মোহন দাশ, ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শিক্ষক রাখাল চন্দ্র দাশ, ব্যাংক কর্মকর্তা রাজেন্দ্র দত্ত রায়, মহাদেব রায়, রতিশ দাস, সজল দেব, নিতেশ দাশ, হিমাদ্রী রায়, রঙ্গলাল রায়, প্রভাষক অসীম রায়, পবিত্র বনিক, হিমাংসু রায়, মতিতোষ দাশ, মন্টু আচার্য্য, পরিমল কুড়ি, গৌরমনি সরকার, দিপক পাল, বিশ্বমনি সরকার, উত্তম রায়, সাধন চন্দ্র দাশ, সজল কুমার দাশ, শংকর দেব, উৎপল দাশ, কাঞ্চন বনিক, প্রনব দেব, অঞ্জন পুরকায়স্থ, তনয় কান্তি ঘোষ অঞ্জন, যাদব সুত্রধর, নয়নমনি সরকার, রানা দেব, রতœদীপ দাশ রাজু, কৃষ্ণা রানী দেব, জনেশ দাশ, আশীষ দেব, ক্ষীর মোহন কুড়িসহ নবীগঞ্জের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহন করেন। শ্রাদ্ধানুষ্টানে অংশহন করায় প্রয়াত ডাঃ মিহির লাল সরকারের পুত্র অনিক সরকার এবং ভাই বাংলাদেশ হাইকোর্টের আইনজীবি এড. মনি শংকর সরকার সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান।


     এই বিভাগের আরো খবর