,

খোয়াই নদীর বাঁধে বিভিন্ন চা-য়ের দোকানে জমজমাট জোয়ার আসর

নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরতলীর দক্ষিণ ও উত্তর তেঘরিয়ার খোয়াই নদীর বাঁেধ বিভিন্ন চা-য়ের দোকানে জমজমাট জোয়ার আসর। ২ জোয়ারির সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে খোয়াই নদীর বাধে গড়ে উঠেছে অবৈধ চা-য়ের দোকান আর এসব দোকানের মালিক ঈমান আলী, জসিম মিয়া, ফজলু মিয়া, আলমগীর নুর উদ্দিনসহ কতিপয় জোয়ারীরা প্রতিদিন দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত লুডু, গাফলা, কেরাম ও তিন তাস খেলার সরঞ্জামাদি নিয়ে আসর বসায়। এ আসর আরও জমজমাট করতে বিভিন্ন স্থান থেকে আগমন হয় প্রমোদ বালাদের। এই জোয়ার টাকার যোগান দিতে জোয়ারীরা রাতের বা দিনে-দুপুরে চুরি, ছিনতাসহ নানা অপরাদে জড়িয়ে পড়ছে। মাঝে-মাঝে স্থানীয় ছাত্ররাও স্কুল ফাকি দিয়ে ওই জোয়ার আসরে এসে যোগ দেয়। ফলে একদিকে যেমন যুব সমাজ বিপদগামী হচ্ছে অন্যদিকে এলাকার পরিবেশ বিনষ্ট হচ্ছে। গত রবিবার বিকেলে জোয়া খেলার টাকা নিয়ে আলমগীর ও নুর উদ্দিনের মধ্যে বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে দুইদল জোয়ারীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় দোকানের আসবাবপত্র ও বেশ কয়েকটি জোয়ার খেলার বোর্ড ভাংচুর করা হয়। পরে স্থানীয় মুরব্বীদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। গুরুতর আহত অবস্থায় আলমগীরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এবং নুর উদ্দিনকে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়। স্থানীয়রা মনে করেন যদি এসব জোয়ার আসর বন্ধ না হয় তাহলে যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে তারা প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছেন।


     এই বিভাগের আরো খবর