,

SAMSUNG CAMERA PICTURES

হবিগঞ্জে ব্যাটারী চালিত রিক্সা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ শহরে হঠাৎ করে টমটম বন্ধ হয়ে যাওয়ার কারণে সিএনজি ও ব্যাটারী চালিত রিক্সা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করেছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে চালকদের সাথে যাত্রীদের বাক-বিতন্ডা ও হাতা-হাতির ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। গত সোমবার টমটম মালিক ও শ্রমিকদের বার্ষিক সভা থাকার ফলে গত সোমবার সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে টমটম বন্ধ থাকে। এতে হাজারো যাত্রীরা বিপাকে পড়ে। আর এই সুযোগটি কাজে লাগিয়ে সিএনজি অটোরিক্সা ও ব্যাটারী চালিত রিক্সার চালকরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়  করে। শায়েস্তানগর পয়েন্ট থেকে চৌধুরী বাজার পর্যন্ত সিএনজির চালকরা জন প্রতি ১০-২০ টাকা আদায় করে। ব্যাটারী চালিত চালকরা জন প্রতি ২০-৪০ টাকা আদায় করে। তাই যাত্রীরা বাধ্য হয়ে তাদের কথামত ভাড়া দিয়ে শহরের বিভিন্ন স্থানে যাতায়াত করতে বাধ্য হয়েছেন। আবার অনেক চালকরা গুজব ছড়িয়ে দেন যে, টমটম প্রশাসন একেবারে তুলে দিয়েছে। ভুক্তভোগী যাত্রী তারেক মিয়া, জুয়েল মিয়া, বাদল মিয়া, আব্দুল জব্বার মিয়া গং জানান, ২ ঘন্টা টমটম বন্ধ থাকায় যাত্রীদের এ অবস্থা আর যদি এক সপ্তাহ বন্ধ থাকে তাহলে জমি বিক্রি করে রিক্সার ভাড়া দিতে হবে। গত সোমবার দুপুরে সিনেমা হলের মোড়ে যাত্রী ও রিক্সা চালকের মাঝে মারা-মারির ঘটনা ঘটে এতে চালক মফিজ উদ্দিন যাত্রী স্কুল ছাত্র রকিব উদ্দিন আহত হয়। তাদের আরও অভিযোগ পৌরসভার নির্ধারিত ভাড়ার ছেয়ে রিক্সাচালকরা অতিরিক্ত ভাড়া আদায় করছে। অতিরিক্ত ভাড়া দিতে অস্বীকার করলে রিক্সা চালকরা জোড়ে-শোরে চেচা-মেচি করে। ফলে লোক লজ্জার ভয়ে তাড়া বেশী ভাড়া দিতে রাজি হয়।


     এই বিভাগের আরো খবর