,

বঙ্গবন্ধু’র শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাউসায় আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ৯নং বাউসা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ৯নং বাউসা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ৬নং ওয়ার্ডের ইউ/পি সদস্য বাবু দীপ্তেন্দু দাশ গুপ্ত বিধু। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউ/পি চেয়ারম্যান মো: আবু সিদ্দিক। ইউ/পি সচিব বাবু প্রীতেশ রঞ্জন চৌধুরীর পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াত পাঠের মাধ্যমে সভার কাজ শুরু করা হয়। বক্তব্য শুরুর পূর্বে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। সভায় বক্তব্য রাখেন ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি মেম্বার মো: হারুন মিয়া, ইউপি আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো: মোদাব্বির হোসেন আলম, ২নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি মো: ছল্লুক মিয়া চৌধুরী, ইউপি যুবলীগের সভাপতি মো: আবুল হোসেন, সাধারন সম্পাদক মো: আলমগীর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ শাহীন। এতে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা আজ মেম্বার, চেয়ারম্যান ও এমপি হতে পারতাম না। তাই যারা আওয়ামীলীগের রাজনীতি করেন তারা কোন বাড়তি সুযোগ-সুবিধা না পেলেও ধৈর্য্য ধারন করে দেশ সেবার কাজে সবাইকে এগিয়ে আসতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করলেই আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে পারব। সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান-২ মো: নুরুল হক, ১, ২, ৩নং ওয়ার্ডের মহিলা সদস্য আশিকুল বেগম, ৪,৫,৬নং ওয়ার্ডের মহিলা সদস্য ও প্যানেল চেয়ারম্যান-৩ মোছা: রুমি বেগম। উদ্যোক্তা মো: ফখরুল ইসলাম, মো: নওশাদ আহমেদ আষাঢ়, ৫নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সুলেমান মিয়া, যুবলীগ নেতা দুলাল মিয়া, যুক্তরাজ্য প্রবাসী কামাল আহমেদ প্রমুখ।


     এই বিভাগের আরো খবর