,

শায়েস্তাগঞ্জে বৃদ্ধি পেয়েছে জোয়ার আসরসহ ছিনতাই

নিজস্ব প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে জোয়ার আসরসহ, ছিনতাই বৃদ্ধি পেয়েছে। ফলে আতঙ্কে বসবাস করছেন জনসাধারণ। অভিযোগ রয়েছে শায়েস্তাগঞ্জ নিজগাঁও দিঘীর পাড়, রেল স্টেশন, জামতলী, নতুন ব্রীজ, জুবেদের টাওয়ার সহ বিভিন্ন এলাকায় সন্ধ্যার পর থেকেই গভীর রাত পর্যন্ত জোয়ার আসর বসে। বিভিন্ন স্থান থেকে জোয়রীরা এসব আস্তানায় যোগ দেয়। আর তাদেরকে মনোরঞ্জন করার জন্য নিয়ে আসা হয় উঠতি বয়সী যুবতীদের। জোয়ার টাকা যোগানের জন্য যুবকরা চুরি ছিনতাইসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে। একদিকে যেমন এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে, অন্যদিকে চুরি-ছিনতাইও বৃদ্ধি পাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক দাউদনগর এলাকার এক সাবেক কাউন্সিলর জানান, জনৈক জনপ্রতিনিধির মদদে এসব চলছে। বিনিময়ে তিনি মোটা অংকের মাসোহারা নেন। তার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীকে ম্যানেজ করা।


     এই বিভাগের আরো খবর